ভারতকে সেনা সরিয়ে নিতে বলল মালদ্বীপ

মালদ্বীপের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই মোহামেদ মুইজ্জু বলেছিলেন, দেশের মাটিতে একটি বিদেশি সেনাও যাতে না থাকে তা তিনি নিশ্চিত করবেন।

রয়টার্স
Published : 19 Nov 2023, 06:26 PM
Updated : 19 Nov 2023, 06:26 PM

সেনা প্রত্যাহার করে নিতে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে মালদ্বীপ। গত শুক্রবার মালদ্বীপের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই চীনপন্থি মোহামেদ মুইজ্জু বলেছিলেন, দেশের মাটিতে একটি বিদেশি সেনাও যাতে না থাকে তা আমি নিশ্চিত করব।

 এর পরদিনই ভারতকে আনুষ্ঠানিকভাবে সেনা সরিয়ে নেওয়ার ওই অনুরোধ জানান তিনি।

 ‘ভারত খেদাও’ স্লোগান দিয়ে নির্বাচনী প্রচার চালানো মইজ্জু নির্বাচিত হলে মালদ্বীপে ভারতীয় সেনা না রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেপ্টেম্বরে ভারতপন্থি ইব্রাহিম সোলিহকে হিারিয়ে নির্বাচনে জয় পেয়েছেন মুইজ্জু।

 চীন এবং ভারত দুই দেশই ওই অঞ্চলে নিজ নিজ প্রভাব রাখতে সচেষ্ট। মালদ্বীপের জনগণ এবার চীনপন্থি মইজ্জুকে প্রেসিডেন্ট নির্বাচিত করে সোলিহ এর ভারত-প্রথম নীতির বিরুদ্ধেই বার্তা দিয়েছে।

  শনিবার প্রেসিডেন্ট মুইজ্জুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “মালদ্বীপের জনগণ তাকে (মুইজ্জু) শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে ভারতকে অনুরোধ জানানোর এবং এই আশা প্রকাশ করার যে, ভারত মালদ্বীপের জনগণের গণতান্ত্রিক আকাঙ্খাকে সম্মান জানাবে।”

 মুইজ্জু তার প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ভারতের এক মন্ত্রীর কাছে সেনা সরিয়ে নেওয়ার এই অনুরোধ জানিয়েছেন বলে জানানো হয় বিবৃতিতে।

তার এ অনুরোধে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

তবে নাম প্রকাশ না করার শর্তে এক ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তা বলেছেন, “দুই সরকার সহযোগিতা অব্যাহতরাখার কার্যকর একটি সমাধান নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে।” তবে মালদ্বীপ থেকে ভারত তাদের সেনা ফিরিয়ে নেবে কিনা সে বিষয়টি তিনি পরিষ্কার করেননি।