ডাবলিন বিমানবন্দরে পৌঁছানো যাত্রীরা জানান, ২০ সেকেন্ডের বেশি সময় ধরে টার্বুলেন্স স্থায়ী হয়েছিল এবং ঘটনার সময় ক্রুরা যাত্রীদের খাবার ও পানীয় পরিবেশন করছিলেন।
Published : 26 May 2024, 08:40 PM
দোহা থেকে আয়ারল্যান্ড যাওয়ার সময় মাঝ আকাশে এবার তীব্র ঝাঁকুনির (টার্বুলেন্স) শিকার হয়েছে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। এতে ১২ জন আহত হলেও উড়োজাহাজটি নিরাপদে এবং নির্দিষ্ট সময়ে ডাবলিন বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়েছে।
ডাবলিন বিমানবন্দর থেকে রোববার এ তথ্য জানানো হয়। বলা হয়, ফ্লাইট কিউআর ০১৭, একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ডাবলিন সময় ঠিক দুপুর ১টার একটু আগে নিরাপদে অবতরণ করে।
বিবৃতিতে আরও বলা হয়, “বিমানবন্দরে অবতরণের পরপরই জরুরি সেবাদানকর্মীরা সেটির ভেতরে যান। যাদের মধ্যে বিমানবন্দর পুলিশ এবং আমাদের অগ্নিনির্বাপক বাহিনী ও জরুরি উদ্ধারকর্মীরা ছিলেন। উড়োজাহাজটি তুরস্কের আকাশে থাকার সময় টার্বুলেন্সের শিকার হয় এবং ছয় জন যাত্রী ও ছয় জন ক্রু মিলে মোট ১২ আরোহী আহত হন।”
আইরিশ সম্প্রচার মাধ্যম আরটিই ডাবলিন বিমানবন্দরে পৌঁছানো যাত্রীদের বরাত দিয়ে জানায়, ২০ সেকেন্ডের বেশি সময় ধরে টার্বুলেন্স স্থায়ী হয়েছিল এবং ঘটনার সময় ক্রুরা যাত্রীদের খাবার ও পানীয় পরিবেশন করছিলেন।
'জীবনের সবচেয়ে খারাপ দিন', বললেনলন্ডন-সিঙ্গাপুর ফ্লাইটের যাত্রী
সিঙ্গাপুরে পৌঁছেছেন টার্বুলেন্সের শিকার উড়োজাহাজের যাত্রীরা
এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তারা ইমেইলের উত্তর দেয়নি।
এ ঘটনার মাত্র পাঁচ দিন আগে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ আরব সাগরের উপর তীব্র টার্বুলেন্সের শিকার হলে ৭৩ বছর বয়সী একজন ব্রিটিশ যাত্রী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
মেরুদণ্ডে মারাত্মক আঘাত নিয়ে এখনও ওই উড়োজাহাজটির ২০ জন যাত্রী ব্যাংককের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে মোট ৪১ যাত্রীর চিকিৎসা চলছে।