নতুন এ সহায়তা প্যাকেজে থাকছে পদাতিক বাহিনীর যানের জন্য গোলাবারুদ, যা সুইডেন আগেও দিয়েছিল।
Published : 09 Sep 2024, 09:32 PM
ইউক্রেইনকে ৪৪ কোটি ৩০ লাখ ডলারের ( প্রায় ৪৬০ কোটি সুইডিশ ক্রাউন ) ১৭তম সামরিক সহায়তা প্যাকেজ দেবে সুইডেন। সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন সোমবার একথা জানিয়েছেন।
নতুন এ সহায়তা প্যাকেজে থাকছে পদাতিক বাহিনীর যানের জন্য গোলাবারুদ, যা সুইডেন আগেও দিয়েছিল। তাছাড়া, ভবিষ্যতে গ্রিপেন যুদ্ধবিমান হস্তান্তরেরও ব্যবস্থা নেওয়া হবে। যদিও এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এ বিষয়ে জনসন সংবাদ সম্মেলনে বলেন, “আমরা পরবর্তী পর্যায়ে সম্ভাব্য একটি সময়ে ইউক্রেইনকে গ্রিপেন হস্তান্তরের সক্ষমতা অর্জন করতে চাই।”
ইউক্রেইনকে এই সহায়তা প্যাকেজের মধ্যে আরও কি থাকছে তা জানিয়ে তিনি বলেন, এতে আছে অতিরিক্ত কিছু যুদ্ধ নৌকা, ক্ষেপণাস্ত্র, ছদ্মবেশ ধারণের উপকরণ এবং প্রতিরক্ষা সরঞ্জাম অর্জনে ইউক্রেইনের জন্য তহবিল সহায়তাও।