আফ্রিকার এই দেশটির উত্তরপূর্বাঞ্চলে দেড় দশকেরও বেশি সময় ধরে বেশ কয়েকটি উগ্রবাদী গোষ্ঠী তাদের তৎপরতা ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।
Published : 24 Jan 2025, 01:50 PM
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের একটি গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সদস্যরা অন্তত ২০ জেলেকে হত্যা করেছে।
গ্রামের বাসিন্দা, জেলে ও স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর দিয়েছেন।
বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে গাদান গারি গ্রামে জঙ্গিরা এ হামলা চালায়, জানিয়েছেন বেসামরিক জয়েন্ট টাস্ক ফোর্সের সদস্য মোদু আরি।
তিনি বলেন, হামলাকারীরা কাজে ব্যস্ত জেলেদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ২০ জনকে হত্যা করেছে।
মুস্তাফা কাসাহাল্লাহ নামে গ্রামটির এক বাসিন্দা বলেন, নিহতদের মধ্যে তার সন্তানও আছে। তারা ১৫টির বেশি মৃতদেহ কবর দিয়েছেন।
বোকো হারামের এই হামলা প্রসঙ্গে এখন পর্যন্ত নাইজেরিয়ার সেনাবাহিনী ও বোর্নো রাজ্যের কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।
আফ্রিকার এই দেশটির উত্তরপূর্বাঞ্চলে দেড় দশকেরও বেশি সময় ধরে বোকো হারাম ও তাদের থেকে বেরিয়ে যাওয়া আইএসডব্লিউএপিসহ বেশ কয়েকটি মুসলিম সশস্ত্র সংগঠন তাদের তৎপরতা ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।
এর দরুন অসংখ্য প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বিপুল সংখ্যক মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে, দেখা দিয়েছে ভয়াবহ মানবিক সংকটও।