নিহত ও নিখোঁজ ৬ জনের মধ্যে পাঁচজন এক পরিবারের সদস্য। অপরজন তাদের প্রতিবেশী, যিনি একজন মৎসজীবী ছিলেন।
চীনের উত্তরপূর্বাঞ্চলের এক রিফাইনারি ও রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন, এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ১২ জন।
সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, লিয়াওনিং প্রদেশের পানজিন শহরের পানজিন হাওয়ে কেমিক্যাল কোম্পানি লিমিটেডে রোববার স্থানীয় সময় বিকাল ৩টা ১৩ মিনিটে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
ঘটনার সময় কোম্পানিটির কর্মীরা একটি অ্যালকিলেশন স্থাপনায় রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। বিস্ফোরণে শোধনাগারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পানজিন হাওয়ে পানজিন শহরের একটি স্বায়ত্তশাসিত রিফাইনারি ও রাসায়নিক উৎপাদক কোম্পানি।
ওই টেলিভিশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিস্ফোরণে আরও ৩০ জন সামান্য আহত হয়েছেন। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।