ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে ভারি বৃষ্টিতে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে আরও চারজন নিখোঁজ রয়েছেন।
Published : 12 May 2024, 02:56 PM
ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে ভারি বৃষ্টিতে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।
চারজন এখনো নিখোঁজ রয়েছেন বলে রোববার কর্তৃপক্ষ জানিয়েছে।
পশ্চিম সুমাত্রার প্রাদেশিক উদ্ধারকারী দলের প্রধান আব্দুল মালিক রয়টার্সকে বলেছেন, “২৮ জন নিহত হয়েছে। আমরা নিখোঁজ আরও চারজনের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছি।”
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাত থেকে শুরু হওয়া বন্যায় তানা দাতার জেলার পাঁচটি মহকুমা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার সঙ্গে প্রচুর কাদা এসে ব্যাপক এলাকা ঢাকা পড়েছে।
বিএনপিবি জানিয়েছে, বন্যায় ৮৪টি হাউজিং ইউনিট ও ১৬টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় পৌঁছানোর জন্য রাস্তাগুলো দ্রুত পরিষ্কার করতে ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে।