দ্বিতীয় বড় ক্রিপ্টোমুদ্রা ইথারের দাম রোববার প্রায় ৯ দশমিক ৬২ শতাংশ কমে এক হাজার ছয়শ ৭৭ ডলারে দাঁড়িয়েছে।
Published : 07 Apr 2025, 03:50 PM
আবারও কমলো বিটকয়েনের দাম। মূল্য কমে যাওয়ার কারণে নভেম্বরের পর থেকে সর্বোচ্চ দরপতনের নতুন রেকর্ড গড়েছে বিটকয়েন।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার কারণে বিশ্বজুড়ে আর্থিক সেক্টরে চলমান অস্থিরতার মধ্যেই বিটকয়েনের দাম সবশেষ কমেছে প্রায় ১২ শতাংশ।
বিটকয়েন ডটকম-এর খবর অনুসারে, বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোমুদ্রা বিটকয়েনের দাম সোমবার সবশেষ ১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৫ হাজারের নীচে অর্থাৎ ৭৪ হাজার ছয়শ ৩৭ ডলারে।
অন্যদিকে, দ্বিতীয় বড় ক্রিপ্টোমুদ্রা ইথারের দাম রোববার প্রায় ৯ দশমিক ৬২ শতাংশ কমে এক হাজার ছয়শ ৭৭ ডলারে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এর আগে, এ বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোমুদ্রা বিটকয়েনের দাম ৮৯ হাজার ডলারের নিচে নেমে আসে। এর কেবল এক মাস আগেই মুদ্রাটির দাম পৌঁছেছিল সর্বকালের সর্বোচ্চ এক লাখ আট হাজার ডলারের ওপরে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার দিনই এমন রেকর্ড গড়ে ক্রিপ্টোমুদ্রাটি। ওই সময় প্রথম ‘বিটকয়েন প্রেসিডেন্ট’ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।
এদিকে, ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে দামি ক্রিপ্টোমুদ্রা হিসেবেই রয়ে গেছে বিটকয়েন।
এমন খ্যাতির পরও এ খাতের সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, বিটকয়েনের এই সর্বশেষ দরপতনের বিষয়টি প্রমাণ করে মুদ্রাটি এখনও বিনিয়োগকারীদের কাছে ‘ডিজিটাল সোনার রূপ’ হিসাবে বিবেচিত হতে পারেনি।