দিল্লির ফায়ার সার্ভিস সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করছে এবং এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পায়নি।
Published : 26 Dec 2023, 08:51 PM
ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের কাছে মঙ্গলবার সন্ধ্যায় একটি বিস্ফোরণ ঘটেছে। দূতাবাসের সব কর্মী নিরাপদে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নির বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৫টা ২০ মিনিটের দিকে দূতাবাস প্রঙ্গনের খুব কাছে একটি বিস্ফোরণ ঘটেছে বলে আমরা নিশ্চিত করছি।”
স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।
এ বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ভারতে তাদের সব কর্মী অক্ষত আছেন। কি কারণে বিস্ফোরণ হয়েছে তা খুঁজে পেতে সেখানে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের অংশীদার ভারতের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে।
বিস্ফোরণের পর দিল্লির ফায়ার সার্ভিস সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করছে এবং এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পায়নি বলেও জানিয়েছে রয়টার্স।
এর আগে ২০২১ সালের জানুয়ারিতে দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে একটি ছোট বোমার বিস্ফোরণ ঘটেছিল। সেবারও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইসরায়েলি কর্তৃপক্ষ সেবার বলেছিল, তারা বিষয়টিকে সন্ত্রাসী হামলা বলেই বিবেচনা করছে।