গ্রেপ্তার হলে সমর্থকদের শান্ত থাকার আহ্বান ইমরানের

আল কাদির ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানিতে হাজির হতে ইসলামাবাদ যাচ্ছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2023, 04:23 AM
Updated : 23 May 2023, 04:23 AM

আল কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) কর্তৃপক্ষ তাকে ফের গ্রেপ্তার করলেও সমর্থকদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

এই মামলার শুনানিতে হাজির থাকতে মঙ্গলবার রাজধানী ইসলামাবাদ যাচ্ছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান। সেখানে তাকে গ্রেপ্তারের প্রবল সম্ভাবনা আছে, এমন আশঙ্কা আগেই ব্যক্ত করেছিলেন তিনি।  

রোববার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘জামিনের জন্য আগামী মঙ্গলবার আমাকে ইসলামাবাদ যেতে হবে এবং ওইদিন আমাকে গ্রেপ্তার করার সম্ভাবনা ৮০ শতাংশ।”

আর সোমবার টুইটারে ইমরান বলেন, “আমি জনতাকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি, কারণ যদি আপনারা সহিংস হয়ে ওঠেন, তারা আবার কঠোর ব্যবস্থা নেওয়ার আর একটি সুযোগ পেয়ে যাবে। আমাদের সবসময় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে।”

পাকিস্তানি গণমাধ্যম ডন ডটকম জানিয়েছে, সব মামলায় জামিনে থাকলেও তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা ‘খুব বেশি’ বলে শঙ্কা পিটিআই চেয়ারম্যানের।

তিনি বলেছেন, “প্রয়োজনীয় সবগুলো ক্ষেত্রেই জামিন পেয়েছি আমি কিন্তু পরিস্থিতি এমন যে তারা আমাকে আবার গ্রেপ্তার করতে পারে।”

ইমরান বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ একটি মৌলিক অধিকার আর লোকজনকে অহিংস বিক্ষোভ করতে দিতে কেউ বাধা দিতে পারবে না এমনকি তা সামরিক বাহিনীর প্রধানের সদরদপ্তরের সামনে হলেও। 

সরকার সংলাপে আগ্রহী নয় বলে অভিযোগ করেন তিনি; বলেন, আলোচনার পরিবেশ যেন না থাকে তার জন্য ‘পূর্ব পরিকল্পনা’ করেই দমনপীড়ন চালানো হচ্ছে।

তিনি দাবি করেন, তার দল সরকারের সঙ্গে আলোচনা শুরুর জন্য অনেকবার চেষ্টা করেছে কিন্তু তারা (সরকার) নির্বাচনে আগ্রহী না।

“আলোচনার জন্য আমরা আমাদের দল তৈরি করেছি, কিন্তু তারা আমাদের নেতাদের জেলে ভরেছে। এর মানে সংলাপ যেন ফলপ্রসূ না হয় সেই পরিকল্পনা আগেই করে রাখা হয়েছিল।”

সামরিক বাহিনীর সঙ্গে তার কোনো বিরোধ নেই বলে আবারও দাবি করে ইমরান বলেন, “তবে আমি শুনেছি যে অন্য দিক থেকে পার্থক্য আছে, হয়ত আমার বিরুদ্ধে তাদের কিছু আছে। তবে তা কী আমি জানি না, তারাই ভালো জানে।”

পিটিআই নেতা, কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে চলমান দমনপীড়নকে হিটলারের নীতির পরিষ্কার প্রতিরূপ দাবি করে তিনি ইসলামাবাদের পিডিএম সরকারকে ‘ফ্যাসিবাদী’ বলে অভিহিত করেন। পরাজয়ের আশঙ্কায় সরকার নির্বাচনের নাম নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। 

আরও খবর:

Also Read: আবারও গ্রেপ্তার হওয়ার শঙ্কা প্রকাশ করলেন ইমরান খান