এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এরদোয়ান সাদ্দাম হুসেইনের (ইরাকের সাবেক প্রেসিডেন্ট) পদাঙ্ক অনুসরণ করছেন।’
Published : 30 Jul 2024, 05:05 PM
তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান তার দেশ ইসরায়েলে প্রবেশ করতে পারে এমন হুমকি দেওয়ায় দেশটিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটো থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।
রোববার এরদোয়ান তার নিজ শহর রিজে ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে দেওয়া ভাষণে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করতে গিয়ে গাজা যুদ্ধের প্রসংগ তুলে বলেন, “ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েল যেন এসব অযৌক্তিক কাণ্ড না করতে পারে তার জন্য আমাদের অত্যন্ত শক্তিশালী হতে হবে। যেমনভাবে আমরা কারাবাখে প্রবেশ করেছিলাম, যেমনভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলাম, আমরা তাদের সঙ্গেও তেমনটি করতে পারি।”
এর প্রতিক্রিয়ায় সোমবার দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ইসরায়েলকে আক্রমণ করার হুমকি ও তার বিপজ্জনক বাগাড়ম্বরের আলোকে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জরুরিভিত্তিতে সব নেটো সদস্যদের সঙ্গে কথা বলার জন্য কূটনীতিকদের নির্দেশনা দিয়ে ওই সব দেশকে তুরস্কের নিন্দা করার আহ্বান জানাতে ও দেশটিকে আঞ্চলিক জোটটি থেকে বাদ দেওয়ার দাবি জানাতে বলেছেন।”
ইসরায়েল ফিলিস্তিনি ছিটমহল গাজায় আক্রমণ শুরু করার পর থেকেই এর তীব্র সমালোচনা করে আসছেন এরদোয়ান। তবে তিনি ইসরায়েলে কোন ধরনের হস্তক্ষেপের কথা বলছেন তার বিস্তারিত ব্যাখ্যা দেননি বলে জানিয়েছে রয়টার্স।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ এক বিবৃতিতে বলেছেন, “এরদোয়ান সাদ্দাম হুসেইনের পদাঙ্ক অনুসরণ করছেন এবং ইসরায়েলকে হামলার হুমকি দিচ্ছেন। তার স্মরণ করা উচিত সেখানে কী হয়েছিল এবং তা কীভাবে শেষ হয়েছিল।
ফিলিস্তিনিদের সাহায্য করতে ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক: এরদোয়ান
“ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার জন্য দায়ী হামাসের সদরদপ্তর আছে তুরস্কে। হামাস, হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের পাশাপাশি তুরস্কও ইরানের অশুভ অক্ষের সদস্য হয়েছে।”
এক সময়ের ঘনিষ্ঠ মিত্র তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এক দশকেরও বেশি সময় ধরে ক্রমাগত খারাপ হয়েছে।
অনেক কূটনৈতিক ঝড়ের পর দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এখন বছরে কয়েক কয়েকশ কোটি ডলারে দাঁড়িয়েছে। কিন্তু চলতি মাসে তুরস্ক বলেছে, গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং গাজায় মানবিক সরবরাহ বাধাহীন না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সব দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করবে তারা।