যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইন ও তার সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগ পরিষেবা দিয়ে আসছে মাস্কের কোম্পানিটি।
Published : 22 Feb 2025, 11:59 PM
ইউক্রেইনের খনিজ সম্পদে অংশীদারিত্বের দাবিতে চাপ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইলন মাস্কের গুরুত্বপূর্ণ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেমে ইউক্রেইনের প্রবেশাধিকার বন্ধ করার সম্ভাবনা তুলে ধরেছে বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করার পর স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংকে ইউক্রেইনের প্রবেশাধিকার অব্যাহত রাখার প্রসঙ্গটি যুক্তরাষ্ট্র ও ইউক্রেইনীয় কর্মকর্তাদের মধ্যে চলমান আলোচনায় তোলা হয়।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইন ও তার সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগ পরিষেবা দিয়ে আসছে স্টারলিংক।
বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের ইউক্রেইন বিষয়ক বিশেষ দূত কিথ কেলোগের মধ্যকার বৈঠকে বিষয়টি ফের তোলা হয়েছিল বলে জানিয়েছেন ওই কর্মকর্তাদের মধ্যে একজন।
ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, বৈঠক চলাকারে ইউক্রেইনকে বলা হয়, যদি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিষয়ে তারা একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে অবিলম্বে স্টারলিংক পরিষেবা বন্ধ হওয়ার মুখে পড়তে হবে তাদের।
ওই কর্মকর্তা বলেন, “ইউক্রেইন চলেই স্টারলিংক দিয়ে। এটিকে তারা তাদের ধ্রুবতারা হিসেবে বিবেচনা করে। স্টারলিংক হারালে বিশাল ধাক্কা খাবে (তারা) ।”
প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্প প্রশাসনের খনিজ সম্পদ দাবির বিরুদ্ধে অবস্থান নিলেও, তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইউক্রেইন একটি চুক্তি নিয়ে কাজ করছে। ট্রাম্প আশা করছেন শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হবে।
ওয়াশিংটন এ পর্যন্ত যুদ্ধকালীন যে সহায়তা দিয়েছে তার বদলে ইউক্রেইনের কাছ থেকে ৫০ হাজার কোটি ডলারের সমমূল্যের খনিজ সম্পদ দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করে বুধবার জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই অঙ্কের কাছাকাছি কোনো সহায়তা সরবরাহ করেনি এবং চুক্তিতে কোনো নির্দিষ্ট নিরাপত্তার নিশ্চয়তাও দেয়নি।
শুক্রবার জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেইনীয় ও মার্কিন টিমগুলো খনিজ নিয়ে একটি খসড়া চুক্তির বিষয়ে কাজ করছে। আর ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই একটি চুক্তি হয়ে যাবে বলে আশা করছেন তিনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর মাস্ক তড়িঘড়ি করে স্টারলিংকের হাজার হাজার টার্মিনাল নিয়ে ইউক্রেইনের ধ্বংস হয়ে যাওয়া যোগাযোগ পরিষেবা পুনর্স্থাপন করে দেন। এতে মাস্ক ইউক্রেইনে বীর হিসেবে সমাদৃত হন। কিন্তু পরে তিনি কিইভের যুদ্ধ পরিচালনা নিয়ে সমালোচনামূখর হয়ে ওঠেন।
এরপর ২০২২ সালের শরতের আগে মাস্ক অন্তত একবার তার স্টারলিংকের সিস্টেমে ইউক্রেইনের প্রবেশ কিছুটা সঙ্কুচিত করে দিয়েছিলেন।
আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মেলিন্ডা হারিং বলেন, ইউক্রেইনের ড্রোন পরিচালনার জন্য স্টারলিংক অপরিহার্য; এটি দেশটি সামরিক কৌশলের একটি প্রধান স্তম্ভ।
হারিং বলেন, "স্টারলিংক হারালে যুদ্ধের গতিপথ বদলে যেতে পারে।“
তিনি উল্লেখ করেন, ইউক্রেইন এখন ড্রোন ব্যবহার এবং কামানের গোলা নিক্ষেপে রাশিয়ার প্রায় সমতায় আছে। স্টারলিংক পরিষেবা বন্ধ হলে এই সমতা থেকে পিছিয়ে পড়বে তারা।
যদিও এ প্রসঙ্গে মার্কিন প্রশাসনের বিভিন্ন সংস্থা ও ইউক্রেইনের দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। স্টারলিংক পরিচালনাকারী স্পেসএক্সও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
আরও পড়ুন: