রুদ্রপ্রয়াগ জেলার রায়তলির কাছে ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।
Published : 15 Jun 2024, 08:01 PM
ভারতের উত্তরাখণ্ডে একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
রুদ্রপ্রয়াগ জেলার রায়তলির কাছে ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে স্থানীয় সময় বিকাল সোয়া ৩টার দুর্ঘটনাটি ঘটে বলে এনডটিভি জানিয়েছে।
মিনিবাসটি অলকানন্দা নদীতে পড়ে গেছে।
রাজ্যের ডিজাস্টার রেসপন্স ফোর্স ও পুলিশ সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এনডি টিভির সূত্রের খবর অনুযায়ী, দুর্ঘটনায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকজনও আহত হয়েছেন।
এক্স এ দেওয়া বার্তায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
তিনি আরও জানিয়েছেন, তিনি জেলা ম্যাজিস্ট্রেটকে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
বার্তায় আরও লেখেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন শোকসন্তপ্ত পরিবারকে এই অপরিসীম যন্ত্রণা সহ্য করার শক্তি দেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
উদ্ধারকারীরা জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।