ষড়যন্ত্রে জড়িত সন্দেহে ইউক্রেইন সরকারের প্রতিরক্ষা ইউনিটের দুইজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
Published : 07 May 2024, 08:52 PM
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির শীর্ষ পর্যায়ের আরও দুই কর্মকর্তাকে রাশিয়া গুপ্ত হত্যার ষড়যন্ত্র করেছিল বলে দাবি করেছে কিইভ। যা ভেস্তে দিয়েছে ইউক্রেইন সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)।
এসবিইউ-র বরাত দিয়ে বিবিসি জানায়, ষড়যন্ত্রে জড়িত সন্দেহে ইউক্রেইন সরকারের প্রতিরক্ষা ইউনিটের দুইজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তাকে গ্রেপ্তারও করা হয়েছে।
এসবিইউ বলেছে, তারা রাশিয়ান স্টেট সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) গুপ্তচরদের যে নেটওয়ার্ক রয়েছে তার অংশ ছিলেন।
“তারা জেলেনস্কির নিরাপত্তারক্ষীদের মধ্য থেকে তাকে অপহরণ ও হত্যা করতে স্বেচ্ছায় রাজি আছে এমন ব্যক্তিদের খুঁজছিলেন।”
ষড়যন্ত্রের নিশানায় থাকা অন্য দুইজন হলেন ইউক্রেইনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুডানভ এবং এসবিইউ প্রধান ভাসিল মালিউক।
এসবিইউ-র পক্ষ থেকে আরও বলা হয়, অর্থডক্স ইস্টারের আগেই সামরিক গোয়েন্দা প্রধান বুডানভকে হত্যা পরিকল্পনা করা হয়েছিল।
“এ জন্য তারা বুডানভের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করতে একজন বিশ্বাসঘাতককে খুঁজছিল। তাদের পরিকল্পনা ছিল, বুডানভের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর সেখানে রকেট ও ড্রোন হামলা চালানো।”
যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের একজন আগেই ড্রোন এবং অ্যান্টি-পারসোনাল মাইন সংগ্রহ করে ফেলেছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার নতুন করে আরও ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ভ্লাদিমির পুতিন। শপথ গ্রহণের আগে তাকে উপহার দিতে গুপ্তহত্যার এই পরিকল্পনা করা হয়েছিল বলে বিশ্বাস এসবিইউ প্রধান মালিউকের।
তিনি বলেন, “এই ষড়যন্ত্র এখন রাশিয়ার স্পেশাল সার্ভিসের ব্যর্থতায় পরিণত হয়েছে।
“তবে আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে, শত্রু অনেক শক্তিশালী এবং অভিজ্ঞ। তাই তাকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না।”
যে দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন সন্দেহে অভিযোগ করা হয়েছে।