হোয়াইট হাউজ অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফটোগ্রাফার এবং রয়টার্স, হাফপোস্ট ও ট্যাগেসপিগেলের সাংবাদিকদের বৈঠকস্থলে প্রবেশ করতে দেয়নি।
Published : 27 Feb 2025, 02:11 PM
হোয়াইট হাউজের বাধার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠক কভার করতে পারেনি রয়টার্স, এপি ও অন্য কয়েকটি গণমাধ্যম।
মিডিয়া কভারেজের বিষয়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া নয়া নীতির সঙ্গে সঙ্গতি রেখে হোয়াইট হাউজ এমনটি করেছে বলে রয়টার্স জানায়।
হোয়াইট হাউজ অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফটোগ্রাফার এবং রয়টার্স, হাফপোস্ট ও জার্মান সংবাদপত্র ট্যাগেসপিগেলের তিন সাংবাদিককে ভেতরে প্রবেশ করতে দেয়নি।
শুধু এবিসি ও নিউজম্যাক্সের টেলিভিশন ক্রুদের এবং অ্যাক্সিওস, ব্লেজ, ব্লুমবার্গ নিউজ ও এনপিআর এর প্রতিনিধিদের অনুষ্ঠানটি কভার করার অনুমতি দেয়।
মন্ত্রিসভার এ বৈঠকটি হোয়াইট হাউজে ট্রাম্পের ওভাল দপ্তরে অনুষ্ঠিত হয়। দপ্তরটির ছোট ওই পরিসরের মধ্যে কোনো গণমাধ্যমগুলোকে বৈঠক কভার করতে দেওয়া হবে তা হোয়াইট হাউজ ঠিক করবে বলে মঙ্গলবার জানিয়েছিল ট্রাম্প প্রশাসন।
ঐতিহ্যগতভাবে হোয়াইট হাউজ কোরেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ডব্লিউএইচসিএ) প্রেসিডেন্টের প্রেস পুলের সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠান কোন কোন গণমাধ্যম কভার করবে তা ঠিক করে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স কয়েক দশক ধরে এ প্রক্রিয়ায় অংশ নিয়ে আসছে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, ঐতিহ্যবাহী গণমাধ্যমগুলোর জন্য ট্রাম্পের দৈনিক কার্যক্রম কভার করার অনুমোদন এখনও বজায় আছে, কিন্তু ছোট জায়গাগুলোতে কারা অংশ নিতে পারবে তা পরিবর্তনের পরিকল্পনা করেছে প্রশাসন।
ডব্লিউএইচসিএ পরিচালিত ওই পুল পদ্ধতিতে মনোনীত টেলিভিশন, রেডিও, বার্তা সংস্থা, প্রিন্ট মিডিয়া, ফটোসাংবাদিকদের অনুষ্ঠান কভার করার ও তাদের প্রতিবেদন বিস্তৃত গণমাধ্যমে শেয়ার করার অনুমোদন দেয়।
যে তিনটি বার্তা সংস্থা ঐতিহ্যগতভাবে হোয়াইট হাউজ পুলের স্থায়ী সদস্য হিসেবে কাজ করছে সেগুলো হল, এপি, ব্লুমবার্গ ও রয়টার্স।
বুধবার এই তিনটি বার্তা সংস্থা ট্রাম্প প্রশাসনের নতুন নীতির প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে বলেছে, “এই বার্তা সংস্থাগুলো দীর্ঘ দিন ধরে প্রেসিডেন্ট দপ্তরের তথ্য সময়মতো পরিষ্কার ও নির্ভুলভাবে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা উৎসাহী শ্রোতাদের জানিয়ে আসছে। বিশ্বের যেখানেই থাকুক না লোকজন তাদের স্থানীয় গণমাধ্যমগুলোতে হোয়াইট হাউজের যেসব খবর দেখে থাকে তা এই বার্তা সংস্থাগুলো থেকেই যায়। একটি গণতন্ত্রে জনগণের জন্য স্বাধীন, মুক্ত সংবাদপত্রের মাধ্যমে তাদের সরকারের বিষয়ে সংবাদ পাওয়া অপরিহার্য।”
হাফপোস্ট হোয়াইট হাউজের সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী সংবাদপত্রের স্বাধীনতার অধিকারের লঙ্ঘন বলে অভিহিত করেছে।
ডের ট্যাগেসপিগেল হোয়াইট হাউজের সিদ্ধান্তের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
মঙ্গলবার ডব্লিউএইচসিএ এক বিবৃতিতে হোয়াইট হাউজের নতুন নীতির প্রতিবাদ জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, এপি ট্রাম্পের ঘোষণা অনুযায়ী মেক্সিকো উপসাগরকে আমেরিকা উপসাগর বলে উল্লেখ করা প্রত্যাখ্যান করেছে আর এই কারণেই বার্তা সংস্থাটিকে হোয়াইট হাউজের প্রেস পুল রাখতে বাধা দিয়েছে ট্রাম্প প্রশাসন।