বাসটিতে মোট কতোজন যাত্রী ছিল তা পরিষ্কার হয়নি। অতিরিক্ত গতিই বাসটির নিয়ন্ত্রণ হারানোর কারণ বলে অভিযোগ উঠেছে।
Published : 17 Sep 2024, 07:49 PM
ইরানের মধ্যাঞ্চলে এক বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন মঙ্গলবার জানায়, বাসটি দক্ষিণপশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বুশেহর থেকে উত্তরপূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে যাচ্ছিল, পথে ইয়াজদ প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
টেলিভিশনটির খবরে বলা হয়, “প্রাথমিক তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় ১০ জন নিহত ও আরও ৪১ জন আহত হয়েছেন।”
বাসটিতে মোট কতোজন যাত্রী ছিল তা উল্লেখ করেনি তারা। অতিরিক্ত গতিই বাসটির নিয়ন্ত্রণ হারানোর কারণ বলে অভিযোগ উঠেছে।
জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে ৫০ জন যাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়।
যে ১০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ছয়জন ঘটনাস্থলেই নিহত হন, বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান।
হাসপাতালে থাকা ৪১ আহতের মধ্যে নয়জনের অবস্থা সঙ্কটজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে ১৫ জনের জখম তেমন গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তারা স্থানীয় বাসিন্দা না পুণ্যার্থী তা পরিষ্কার হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি খুব দ্রুত গতিতে চলছিল, এটি দুর্ঘটনার ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা রেখে থাকতে পারে।
গত কয়েক সপ্তাহে ইরানে বেশ কয়েকটি বড় ধরনের সড়ক দুর্ঘটনা হয়েছে। এর মধ্যে গত মাসে ৩১ জন পাকিস্তানি পুণ্যার্থীর মৃত্যু ও ৫০ জনেরও বেশি আহত হওয়ার দু’টি ঘটনা উল্লেখযোগ্য।