ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাকে দূর-পাল্লার অস্ত্রসহ নতুন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
Published : 29 Sep 2024, 06:01 PM
রাশিয়ায় অবৈধভাবে অস্ত্র পাঠানোর অভিযোগ থাকা উত্তর কোরিয়া বলেছে, ইউক্রেইনকে ৮শ’ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত। তারা পারমাণবিক পরাশক্তি রাশিয়ার সঙ্গে আগুন নিয়ে খেলছে।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাকে দূর-পাল্লার অস্ত্রসহ নতুন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেছেন, ইউক্রেইন সংঘাত বাড়িয়ে তুলছে যুক্তরাষ্ট্র। তারা গোটা ইউরোপকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত বিবৃতিতে কিম ইয়ো জং বলেছেন, “রাশিয়ার হুঁশিয়ারিকে উপেক্ষা করা বা খাটো করে দেখা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের উচিত হবে না।”
তিনি আরও বলেন, “পারমাণবিক পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে বেপরোয়াভাবে আগুন নিয়ে খেলার পরিণতি কি সত্যিই আমেরিকা ও পশ্চিমারা সামলাতে পারবে?”
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুদিন আগেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন বলে হুমকি দিয়েছিলেন। কোনও পারমাণবিক শক্তির সমর্থনে রাশিয়ায় কোনও দেশ হামলা চালালে বা ক্ষেপণাস্ত্র ছুড়লে তিনি এই পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন।
কিম ইয়ো জং বলেন, জেলেনস্কির সামরিক অভিযানে সহায়তা করে যুক্তরাষ্ট্র ঝুঁকিপূর্ণ এবং কাণ্ডজ্ঞানহীন বাজি ধরেছে। আর ইউক্রেইনকে তাদের নতুন করে ঘোষিত ৮শ’ কোটি ডলারের সহায়তা ‘একটি মারাত্মক ভুল ও নির্বোধ পদক্ষেপ’।
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কারস পার্টির গুরুত্বপূর্ণ পদে আছেন কিম ইয়ো জং। তিনি প্রায়ই রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বিবৃতি দেন। দেশটির সর্বোচ্চ নেতার আদেশেই এসব বিবৃতি দেওয়া হয় বলে ধারণা করা হয়।
গত এক বছরে উত্তর কোরিয়া ও রাশিয়া নাটকীয়ভাবে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার করেছে। দুই দেশের নেতার বৈঠকে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’ চুক্তির সিদ্ধান্ত হয়, যার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষার প্রতিশ্রুতিও রয়েছে।