ওয়াজিমা শহরের প্রায় ১৮ হাজার এবং সুজু শহরের আরও ১২ হাজার মানুষকে হনশু দ্বীপের ইশিকাওয়া অঞ্চলে আশ্রয় নিতে বলা হয়েছে।
Published : 21 Sep 2024, 12:36 PM
ভারি বৃষ্টিপাতের কারণে বড় ধরনের বন্যার বিষয়ে পূর্বাভাসের পর মধ্য জাপানের দুটি শহরের ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, ওয়াজিমা শহরের প্রায় ১৮ হাজার এবং সুজু শহরের আরও ১২ হাজার মানুষকে হনশু দ্বীপের ইশিকাওয়া অঞ্চলে আশ্রয় নিতে বলা হয়েছে।
কিয়োদো নিউজ ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওয়াজিমার রাস্তাঘাট প্লাবিত হয়েছে বৃষ্টিতে।
ভারি বৃষ্টিপাতের কারণে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, প্রবল বৃষ্টিতে ১২টি নদীর তীর ভেঙে গেছে।