ট্রাম্প যেহেতু আবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন, তাই বিচার বিভাগ মামলাটি কীভাবে গুটিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা করছে।
Published : 09 Nov 2024, 12:00 PM
চার বছর আগে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলায় শুনানির যে সময় দেওয়া হয়েছিল, তা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
শুক্রবার আদালতে ফেডারেল প্রসিকিউটররা জানান, হোয়াইট হাউজে ট্রাম্পের আসন্ন অভূতপূর্ব প্রত্যাবর্তন পরিস্থিতি এবং বিচার বিভাগের নীতি মেনে কীভাবে ভবিষ্যতে এগিয়ে যাওয়া যায়, তা নির্ধারণে সময় লাগবে।
তাই এবার ভোটে বিজয়ী ট্রাম্পের মামলায় যে সময় দেওয়া হয়েছিল, তা স্থগিত করার আবেদন করা হয়।
পরে আর্জি মেনে নেন জেলা বিচারক তানিয়া চাটক্যান।
১৯৭০-এর দশকের বিচার বিভাগের নীতি অনুযায়ী, ক্ষমতাসীন প্রেসিডেন্টকে ফৌজদারি বিচারের আওতায় আনা যায় না। মূলত এই নীতির জেরেই সময়সীমা বাতিল করতে বাধ্য হয়েছেন বিচারক।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বুধবার রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্প যেহেতু আবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন, তাই বিচার বিভাগ মামলাটি কীভাবে গুটিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা করছে।
২০২০ সালে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজয়ের পর ভোট সংগ্রহ ও সার্টিফিকেশন বাধাগ্রস্ত করায় ষড়যন্ত্রের অভিযোগ এনে গত বছর চারটি ফৌজদারি অভিযোগ আনা হলে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প।
বাইডেনের বিজয় উল্টে দিতে ট্রাম্প সমর্থকরা ২০২১ সালের ৬ জানুয়ারি হোয়াইট হাউজের কাছে তৎকালীন প্রেসিডেন্টের ভাষণের পর ক্যাপিটলে প্রাণঘাতী হামলা চালায়।
এরপর জ্যাক স্মিথ গতবছর ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচন নিয়ে ফৌজদারি মামলা করেছিলেন। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে জানায়, বিচার থেকে ট্রাম্পের কিছু ছাড় আছে।
সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে কোনও কিছু করে থাকলে সেক্ষেত্রে তার বিচার করা যাবে না। তবে ব্যক্তিগত কোনও কৃতকর্মের জন্য তার বিচার করা যেতে পারে।
ওই রায়ের পর থেকে মামলাটি একটি আইনি অচলাবস্থার মধ্যে রয়েছে। স্মিথ যুক্তি দেখিয়ে বলেছিলেন, ট্রাম্পের নির্বাচনি ফল উল্টে দেওয়ার চেষ্টা তার প্রেসিডেন্টের দায়িত্বের মধ্যে পড়ে না।
কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্প বিচারে ছাড় পেয়ে গেছেন বলেই মনে করেন। তারপরও ট্রাম্প বলেছেন, জ্যাক স্মিথকে ২ সেকেন্ডেই বরখাস্ত করবেন তিনি।