বাসটি যাত্রী নিয়ে বিহারের সীতামারি থেকে দিল্লি যাচ্ছিল, পথে লক্ষ্ণৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে এটি পেছন থেকে ট্যাংকারটিকে ধাক্কা দেয়।
Published : 10 Jul 2024, 01:49 PM
ভারতের উত্তর প্রদেশের উন্নাওয়ে যাত্রীবাহী দ্বিতল বাসের সঙ্গে দুধ ভর্তি একটি ট্যাংকারের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
বুধবার ভোরের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন নারী ও এক শিশু রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দ্বিতল বাসটি যাত্রী নিয়ে বিহারের সীতামারি থেকে দিল্লি যাচ্ছিল, পথে লক্ষ্ণৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে এটি পেছন থেকে ট্যাংকারটিকে ধাক্কা দেয়।
পুলিশ জানিয়েছে, জোরালো সংঘর্ষের ধাক্কায় বাসটির বেশ কিছু যাত্রী বাইরে ছিটকে পড়েন।
গণমাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, রাস্তায় বেশ কয়েকটি মৃতদেহ, দুমড়ে মুচড়ে যাওয়া ধাতুর টুকরা, চূর্ণ হয়ে যাওয়া কাচ ও নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র পড়ে আছে।
উন্নাওয়ের জেলা হাকিম গৌরাঙ্গ রথি বলেন, “আজ ভোর প্রায় সোয়া ৫টার দিকে বিহারের মোতিহতারির দিক থেকে আসা একটি বাস একটি দুধের ট্যাংকারকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় ১৮ জন নিহত ও আরও ১৯ জন আহত হয়েছেন।”
কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করা হয়েছে।
শোচনীয় এ প্রাণহানির ঘটনা গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী অদিত্যনাথ। নিহতদের পরিবার প্রতি দুই লাখ ও আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মোদী।