যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয় নিয়ে উদ্বেগের মধ্যে পোল্যান্ড তাদের জনগণকে নেটোর নিরাপত্তা নিশ্চয়তা থাকার বিষয়ে নতুন করে আশ্বস্ত করতে চাইছে।
Published : 13 Nov 2024, 07:27 PM
পোল্যান্ডের উত্তরাঞ্চলে আনুষ্ঠানিকভাবে নতুন একটি আকাশ প্রতিরক্ষা ঘাঁটি খুলতে চলেছে যুক্তরাষ্ট্র। বুধবারেই এ ঘাঁটি উদ্বেধন করার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের জয় নিয়ে উদ্বেগের মধ্যে পোল্যান্ড তাদের জনগণকে নেটো জোটের নিরাপত্তা নিশ্চয়তা থাকার বিষয়ে নতুন করে আশ্বস্ত করতে এ উদ্যোগ নিচ্ছে।
বাল্টিক উপকূলের কাছে রেডজিকোও শহরে অবস্থিত এই ঘাঁটি ২০০০ সাল থেকে সচল রয়েছে। ওয়ারশ বলছে, এতেই প্রমাণ হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে পোল্যান্ডের সামরিক মিত্রতার বন্ধন অটুট, তা হোয়াইট হাউজে যিনিই থাকুন না কেন।
পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লো সিকোরস্কি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও পোস্টে বলেছেন, ‘এতে কিছুটা সময় লেগেছে। তবে এই ঘাঁটি নির্মাণ যুক্তরাষ্ট্রের ভূ-কৌশলগত সংকল্পই প্রমাণ করে।’
পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা একজন রক্ষণশীল, যিনি ট্রাম্পের সঙ্গে তার ঊষ্ণ সম্পর্কের ওপর জোর দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উদ্বোধন করার অনুষ্ঠানে যোগ দেবেন।
রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিন এ উদ্যোগকে সীমান্তের কাছে আমেরিকান সামরিক অবকাঠামো নিয়ে এসে রাশিয়াকে নিয়ন্ত্রণে রাখারই চেষ্টা বলে মন্তব্য করেছে।
ট্রাম্প তার আগের প্রেসিডেন্সির মেয়াদে নেটোর যে সমালোচনা করেছিলেন এবং প্রতিরক্ষায় যথেষ্ট ব্যয় যেসব নেটো দেশ করবে না তাদেরকে সুরক্ষা না দেওয়ার যে হুমকি দিয়েছিলেন, তাতে এই জোটের কিছু সদস্যদেশ উদ্বিগ্ন ছিল।
তবে পোল্যান্ড বলেছে তাদের ভয় পাওয়ার কিছু নেই। কারণ, তারা তাদের দেশের অর্থনীতির আকারের তুলনায় নেটো প্রতিরক্ষায় সবচেয়ে বড় অঙ্কের অর্থ ব্যয় করে।