মিনিবাসটি রুদ্রপ্রয়াগ জেলার রায়তলির কাছে ঋষিকেশ-বদ্রীনাথ পার্বত্য মহাসড়ক থেকে নিচে অলকানন্দা নদীতে পড়ে যায়।
Published : 15 Jun 2024, 10:24 PM
ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী মিনিবাস গিরিসঙ্কটে পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার রুদ্রপ্রয়াগ জেলার রায়তলির কাছে ঋষিকেশ-বদ্রীনাথ মহাসড়কে স্থানীয় সময় বিকাল সোয়া ৩টার দুর্ঘটনাটি ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছে।
তারা জানান, মিনিবাসটি অলকানন্দা নদীতে পড়ে গেছে। রাজ্যের দুর্যোগ মোকাবেলা বাহিনী ও পুলিশ সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ দুর্ঘটনায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকজনও আহত হয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া বার্তায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছেন।
তিনি আরও জানিয়েছেন, তিনি জেলা হাকিমকে দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
বার্তায় ধামি আরও লেখেন, “আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন শোকসন্তপ্ত পরিবারকে এই অপরিসীম যন্ত্রণা সহ্য করার শক্তি দেন। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
উদ্ধারকারীরা জানিয়েছেন, আহতদের হেলিকপ্টারে করে ঋষিকেশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।