সর্বশেষ ২০০৩ সালে লাভের মুখ দেখেছিল পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থাটি।
Published : 09 Apr 2025, 04:54 PM
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) প্রায় ২১ বছর পর নিট মুনাফা অর্জন করেছে বলে প্রতিষ্ঠানটির মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন।
২০২৪ অর্থবছরের অনুমোদিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, পিআইএ ৩৯০ কোটি রুপি পরিচালন মুনাফা ও ২২৬ কোটি রুপি নিট মুনাফা করেছে। মুখপাত্র জানান, এয়ারলাইন্সের পরিচালন মার্জিন ১২ শতাংশেরও বেশি, যা বিশ্বের শীর্ষস্থানীয় কিছু এয়ারলাইন্সের মানের সমতুল্য।
সর্বশেষ ২০০৩ সালে লাভ করেছিল পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থাটি। এরপর থেকে একাধিকবার লোকসানে পড়া এই সংস্থাকে ঘিরে ব্যাপক সংস্কার ও পুনর্গঠন প্রক্রিয়া চালায় দেশটির সরকার।
এই সংস্কারে ব্যয় সংকোচন, লোকবল হ্রাস, লাভজনক রুটে স্থিতিশীলতা বজায় রাখা এবং ক্ষতিগ্রস্ত রুট বন্ধ করার পাশাপাশি আর্থিক কাঠামো পুনর্গঠনের মতো পদক্ষেপ নেওয়া হয়।
এ নিয়ে এক্স-এ জানানো এক প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষা ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী খাজা আসিফ বলেন, এই উন্নয়ন পিআইএ-র বেসরকারিকরণ প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
ব্লুমবার্গ জানিয়েছে, বছরের পর বছর লোকসানে থাকার কারণে বিদেশি বিমানবন্দরগুলোতে পিআইএ-র উড়োজাহাজের জব্দ করে রাখা হয়, ফ্লাইট বাতিল হয় এবং প্রতিষ্ঠানটি প্রায় দেউলিয়া হওয়ার মুখে পড়ে।
গত বছর সংস্থাটি বিক্রির চেষ্টা করে পাকিস্তান সরকার; তবে প্রাথমিক দর ৩০ কোটি ৬০ লাখ ডলারের নিচে থাকায় সেটি ব্যর্থ হয়। এ বছর ফের বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে, চলতি মাসেই প্রাথমিক দরপত্র আহ্বান করা হবে।
এর আগে যেসব পরিচালন লাভ হয়েছিল, সেগুলো মূলত বিপুল ঋণ পরিশোধের চাপের কারণে শেষ পর্যন্ত আর নিট মুনাফা অর্জন করেনি।