রাজধানী সান্তো ডমিংগোর জনপ্রিয় ‘জেট সেট’ নাইটক্লাবে কনসার্ট চলার সময় ছাদ ধসে পড়ে। ভেতরে তখন অন্তত ৩০০ মানুষ ছিল।
Published : 08 Apr 2025, 08:37 PM
ক্যারিবীয় অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকের একটি নাইটক্লাবের ছাদ ধসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই।
রাজধানী সান্তো ডমিংগোর জনপ্রিয় ‘জেট সেট’ নাইটক্লাবে এ দুর্ঘটনা ঘটে মঙ্গলবার প্রথম প্রহরে। সেখানে জনপ্রিয় মেরেঙ্গু সঙ্গীতের গায়ক রুবি পেরেজের কনসার্ট চলছিল।
সিএনএন লিখেছে, ছাদ ধসে পড়ার সময় কমপক্ষে ৩০০ মানুষ ক্লাবের ভেতরে ছিল। এ পর্যন্ত ১০০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে।
ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদ মঙ্গলবার সকালে সস্ত্রীক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের পরিবারের সদস্যদের জন্য সমবেদনা প্রকাশ করেছেন তিনি।
দেশটির জরুরি সেবা কেন্দ্রের পরিচালক জানিয়েছেন, ছাদ ধসের ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা থাকলেও তারা আশা করছেন, ধ্বংসস্তূপের নিচে পড়া অনেকেই এখনও জীবিত আছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিল্পী মঞ্চে গান করছেন, দর্শকশ্রোতারা সামনে বসা । পেছনে অনেকে নাচছেন। এক পর্যায়ে মঞ্চের পাশে থাকা এক ব্যক্তি ছাদের দিকে ইশারা করে বলেন, “ছাদ থেকে কিছু একটা পড়েছে।”
এর অল্প সময় পরেই বিকট শব্দে সব অন্ধকার হয়ে যায়। এক নারীকে চিৎকার করে বলতে শোনা যায়, “বাবা তোমার কী হয়েছে?”
রুবি পেরজের ব্যান্ড দলের এক সদস্য স্থানীয় গণমাধ্যমকে জানান, স্থানীয় সময় রাত ১ টার দিকে ছাদ ধসে পড়ার সময় ক্লাব মানুষে পরিপূর্ণ ছিল। তিনি বলেন, “আমি প্রথমে ভেবেছি ভূমিকম্প হয়েছে।”