মিশরের সঙ্গে গাজার একমাত্র সীমান্ত পথ রাফা ক্রসিংয়ের গাজা অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর কেরেম শালম ক্রসিং খুলে দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
Published : 08 May 2024, 07:59 PM
গাজায় ত্রাণ প্রবেশের জন্য কেরেম শালম ক্রসিং পুনরায় খুলে দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। হামাসের রকেট হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর চারদিন এই ক্রসিংটি বন্ধ রাখেছিল ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, মিশর থেকে খাবার, পানি ও ওষুধ নিয়ে কয়েকটি লরি কেরেম শালম ক্রসিংয়ে এসেছে।
বিবিসি জানায়, মিশরের সঙ্গে গাজার একমাত্র সীমান্ত পথ রাফা ক্রসিংয়ের গাজা অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর কেরেম শালম ক্রসিং খুলে দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
গত রোববার হামাস কেরেম শালম ক্রসিংয়ের গাজা অংশে রকেট হামলা চালায়। যাতে চার ইসরায়েলি সেনা নিহত হয়। ওই হামলার পর নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য কেরেম শালম ক্রসিং বন্ধ ঘোষণা করে।
মঙ্গলবার জাতিসংঘ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, গাজায় ত্রাণ প্রবেশের দুইটি প্রধান ক্রসিং বন্ধ করে দিয়ে ইসরায়েল সেখানে থাকা ফিলিস্তিনিদের ‘শ্বাসরোধ’ করছে।
ইসরায়েল অভিযোগ করেছে, হামাস গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী রাফা থেকে কেরেম শালম ক্রসিংয়ে রকেট হামলা চালিয়েছে। যে হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসরায়েলি বাহিনী সোমবার রাফা থেকে সাধারণ ফিলিস্তিনের সরে যাওয়ার নির্দেশ দেয় এবং সে নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পর সেখানে আকাশ হামলা শুরু করে।
মঙ্গলবার তারা রাফা ক্রসিংয়ের গাজা অংশের নিয়ন্ত্রণ নেয়।
ইসরায়েলি বাহিনী কেরেম শালম ক্রসিং বন্ধ করে দিয়ে তারপর রাফায় হামলা এবং রাফা ক্রসিংয়ের নিয়েন্ত্রণ নিয়ে নেওয়ায় জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ইসরায়েলের সমালোচনা শুরু করে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মঙ্গলবার বলেছিলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান কর্মকাণ্ডে তিনি ‘বিরক্ত এবং হতাশ’।
তিনি সতর্ক করে দিয়ে আরও বলেছিলেন, “গাজায় ইতিমধ্যেই একটি ভয়াবহ মানবিক পরিস্থিতি বিরাজ করছে। তার মধ্যে সেখানে ত্রাণ পাঠাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সীমান্ত রাফা ও কেরেম শালম ক্রসিং বন্ধ করে দিলে তা আরও বড় বিপর্যয় ডেকে আনবে।”
তিনি অভিলম্বে ক্রসিং দুটি খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন।
এদিকে, মার্কিন এক কর্মকর্তা বলেছেন, গত সপ্তাহে ইসরায়েলের জন্য একটি অস্ত্রের চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। যে চালানে দুই হাজার পাউন্ড বোমা ছিল।
ইসরায়েলে অস্ত্র চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত, রাফা অভিযান 'চালিয়ে যাবে' ইসরায়েল