বিমা কম্পানি ‘ইউনাইটেড হেলথ কেয়ার’- এর প্রধান নির্বাহী ব্রায়ান থম্পসনকে বুধবার মিডটাউন ম্যানহাটনের হিলটন হোটেলের বাইরে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
Published : 05 Dec 2024, 06:50 PM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যে ম্যানহাটানের অন্যতম বড় বেসরকারি বিমা কম্পানি ‘ইউনাইটেড হেলথ কেয়ার’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থম্পসন গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী।
বিবিসি জানায়, সিসিটিভি ফুটেজে ধরা পড়া মুখোশধারী সন্দেহভাজন এক ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ।
ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী ব্রায়ান থম্পসনকে বুধবার সকালে মিডটাউন ম্যানহাটনের হিলটন হোটেলের বাইরে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কর্মকর্তারা জানান, পায়ে গুলিবিদ্ধ ৫০ বছর বয়সী ব্রায়ানকে হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক মিনিট পর তাকে মৃত ঘোষণা করা হয়।
তদন্তকারীরা বলছেন, হামলাকারীর উদ্দেশ্য এখনও নিশ্চিত না। হামলাকারী হত্যাকান্ড ঘটানোর পর ব্রায়ান থম্পসনের কোনও জিনিসপত্র না নিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ওদিকে, হামলাকারীর একটি মুখোশ পরা ছবি প্রকাশ করে নিউ ইয়র্ক সিটি পুলিশ ঘোষণা করেছে, ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে।
ব্রায়ান থম্পসনের খুনিকে শনাক্ত করতে ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার করছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। তাছাড়া, তারা ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। মোবাইলের সূত্র ধরেও তদন্ত করার চেষ্টা করছে পুলিশ। পুলিশের ধারণা, এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত।
স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে ম্যানহাটনের টাইমস স্কয়ার ও সেন্ট্রাল পার্কের কাছে একটি ব্যস্ত এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী হিলটন হোটেলের বাইরে পাঁচ মিনিট ধরে থম্পসনের জন্য অপেক্ষা করছিলেন। তিনি একটি জ্যাকেট পরা ছিলেন। তার মুখে ছিল কালো রঙের মাস্ক। ব্রায়ান পায়ে হেঁটে সেখানে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন ওই ব্যক্তি।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দা প্রধান জোসেফ কেনি বলেছেন, শুরুতে সন্দেহভাজনের অস্ত্রটি ত্রুটিযুক্ত বলে মনে হয়েছিল। কিন্তু তিনি দ্রুত তা ঠিক করতে পেরেছিলেন। থম্পসনকে গুলি চালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন তিনি।
একটি ভিডিওতে দেখা যায়, তিনি পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছেন। শেষবার সেন্ট্রাল পার্কে ইলেকট্রিক সাইকেলে দেখা গিয়েছিল তাকে।
পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার কয়েক মিনিট আগে ঘটনাস্থলের কাছাকাছি স্টারবাকসের একটি কফিশপে সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি ধরা পড়ে।
পুলিশ সূত্র বিবিসি-র যুক্তরাষ্ট্র অংশীদার সিবিএস-কে জানিয়েছে, মাস্কটি এতটা নিচে টেনে নামানো হয়েছে যাতে তার চোখ ও নাকের কিছু অংশ দেখা যায়। সেই সঙ্গে ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে মিল খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা।
তাছাড়া ঘটনাস্থল থেকে পাওয়া তিনটি গুলির খোসা ও তিনটি তাজা গুলিসহ ডিএনএ পরীক্ষা করছে পুলিশ। হামলাকারীর পালানোর পথের পাশের একটি গলিতে একটি সেল ফোন পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, তারা ফোনের সূত্র ধরেও কাজ করছেন।
এমএসএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে থম্পসনের স্ত্রী বলেন, এর আগেও থম্পসনকে হুমকি দেওয়া হয়েছিল।
থম্পসনের নিজ শহর মিনেসোটার ম্যাপল গ্রোভের পুলিশ জানিয়েছে, এর আগে ২০১৮ সালে তার বাড়িতে একটি সন্দেহজনক ঘটনা ঘটেছিল।
কোনও অপরাধমূলক কার্যকলাপ শনাক্ত না করেই ঘটনাটির নিষ্পত্তি করা হয়েছিল। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি বলে জানিয়েছে পুলিশ।