ইউক্রেইনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের প্রায় এক ঘণ্টা কথা হয়েছে। পুতিনের সঙ্গে ট্রাম্পের কী বিষয় নিয়ে কথা হয়েছিল, তা নিয়েই মূলত আলাপ হয়েছে।
Published : 19 Mar 2025, 10:14 PM
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ শেষের পরদিনই ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বুধবার জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের প্রায় এক ঘণ্টা কথা হয়েছে। পুতিনের সঙ্গে ট্রাম্পের কী বিষয় নিয়ে কথা হয়েছিল, তা নিয়েই মূলত দুই নেতার মধ্যে আলাপ হয়েছে।
জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লিখেছেন, ‘বেশ ভালো’ কথা হয়েছে।
১৯ দিন আগে হোয়াইট হাউজে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে সেই বাদানুবাদের বৈঠকের পর এটিই দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ।
জেলেনস্কি আগেই জানিয়েছিলেন, ইউক্রেইনে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি সে বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি।
ট্রাম্প বৃহত্তর একটি শান্তি চুক্তির আওতায় রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে লড়াই থামানোর জন্য তাগাদা দিচ্ছেন। যা কয়েকদিনের মধ্যেই হতে পারে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
জেলেনস্কির সঙ্গে ফোনালাপের আগে ট্রাম্প মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে ৩০ দিনের জন্য সীমিত পরিসরে যুদ্ধবিরতি করতে রাজি করান।
পুতিন এই ৩০ দিনের জন্য ইউক্রেইনের জ্বালানি স্থাপনা এবং অবকাঠামোয় হামলা বন্ধে সম্মত হন। কিন্তু এরপরই ইউক্রেইন রাশিয়ার বিরুদ্ধে এই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছে। আবার ইউক্রেইনের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করেছে রাশিয়া।
রাশিয়া বলছে, ইউক্রেইন তাদের তেল ডিপোতে হামলা করেছে। আর ইউক্রেইন বলছে, রাশিয়া তাদের জ্বালানি স্থাপনা এবং হাসপাতালে হামলা চালিয়েছে।
এমন পরিস্থিতিতেই যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির ফোনালাপ হল। যুক্তরাষ্ট্রের ‘দ্য হিল’ সংবাদমাধ্যম ইউক্রেইন ও রাশিয়া দুইপক্ষের মধ্যে আস্থা গড়ে তুলতে বুধবার বন্দি বিনিময় হতে পারে বলে জানিয়েছিল।
ট্রাম্পের সঙ্গে আলাপের পর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বন্দিদের বহনকারী বাসগুলো দেশটির উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলে পৌঁছেছে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, মুক্তিপ্রাপ্ত ১৭৫ ইউক্রেইনীয়র মধ্যে কয়েকজন গুরুতর আহত।
"তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হবে," বলেন জেলেনস্কি। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রাশিয়া ও ইউক্রেইন দুই পক্ষ থেকে ১৭৫ জন বন্দির বিনিময় করেছে।
জেলেনস্কি এই বিনিময়কে "সবচেয়ে বড় বন্দি বিনিময়গুলোর একটি" বলে উল্লেখ করেছেন।তিনি জানান, রাশিয়ার হাতে আটক ১৭৫ জন বন্দির পাশাপাশি আরও ২২ জন গুরুতর আহত সেনা মুক্তি পেয়েছেন।
ওদিকে, ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপের মধ্যেই ইউক্রেইনের রেল অবকাঠামোতে আবারও হামলার খবর পাওয়া গেছে। ইউক্রেইনের রাষ্ট্রীয় রেল কোম্পানি উক্রজালিজনিতসিয়া জানিয়েছে, রাশিয়া বুধবার দ্বিতীয়বারের মতো নিপ্রোর রেলে হামলা চালিয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, হামলায় চারজন কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তারা আরও জানায়, এই হামলার আগে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। যদিও বিবিসি স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।