লন্ডনে বিক্ষোভ-সংঘর্ষে আটক হয়েছে ১শ’র বেশি বিক্ষোভকারী। ছুরি হামলায় অভিযুক্ত ১৭ বছরের এক কিশোরকে এরই মধ্যে আদালতে হাজির করা হয়েছে।
Published : 01 Aug 2024, 05:33 PM
ইংল্যান্ডের সাউথপোর্টে শিশুদের নাচের ক্লাসে ছুরি হামলায় ৩ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাজ্যেজুড়ে বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গ্রেপ্তার হয়েছে ১০০ জনের বেশি বিক্ষোভকারী। ছুরি হামলার ঘটনায় খুনের অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে।
গত সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে সাউথপোর্টের একটি নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় ছুরি হামলা হয়। ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে হত্যা ও খুনের চেষ্টার সন্দেহভাজন হিসেবে ল্যাঙ্কাশায়ারের ব্যাঙ্কস থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি ছুরিও জব্দ করা হয়।
আকস্মিক ওই হামলায় নিহত হয় ৯ ও ৭ বছর বয়সী দুই শিশু। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও এক শিশু। হামলাকারীকে বাধা দিতে গিয়ে গুরুতর আহত হন দুইজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও আহত হয়েছে আরও ৭ জন।
এমন হামলার ঘটনায় স্তম্ভিত যুক্তরাজ্যে শুরু হয় বিক্ষোভ। সাউথপোর্টে বিক্ষোভ শুরু হয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে।
হামলার ঘটনার সন্দেহভাজন একজন উগ্র ইসলামপন্থি অভিবাসী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়ে।
সাউথপোর্টে বিক্ষোভকারীরা পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এতে ৫০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা আহত হয়। বুধবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে ম্যানচেস্টারে। বিক্ষোভকারীরা সন্ধ্যার দিকে ওল্ডহাম রোডে হলিডে ইন হোটেলের বাইরে সমবেত হয়।
এদিন রাজধানী লন্ডনেও প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের বাসভবনের কাছে হাজার হাজার মানুষ জড়ো হয়ে 'আমাদের বাচ্চাদের বাঁচাও', 'আমরা আমাদের দেশ ফেরত চাই' বলে স্লোগান দেয়।
অভিবাসীদের ঢোকা বন্ধ করার দাবিও করেছে তারা। হোয়াইটহলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ১০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়।
ইংল্যান্ডের হার্টেলপুলে ছড়িয়ে পড়া বিক্ষোভ-সহিংসতায় কয়েকজন কর্মকর্তা আহত হন এবং একটি পুলিশের গড়িতেও বিক্ষোভকারীরা আগুন দেয় বলে পুলিশ জানিয়েছে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ৮ জন বিক্ষোভকারীকে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই হামলার ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানো বিক্ষোভকারীদের 'সহিংসতাকারী' আখ্যা দিয়ে বলেছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
বিক্ষোভে উত্তাল অবস্থার মধ্যেই ছুরি হামলায় অভিযুক্ত কিশোরকে লিভারপুল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। তবে বয়স আঠারো বছরের কম হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশের ভাষ্য, ছুরি হামলাটি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত নয় এবং সন্দেহভাজন হামলাকারীর জন্ম যুক্তরাজ্যেই।
স্থানীয় শত শত মানুষ ছুরি হামলাস্থলে ফুলের তোড়া দিয়ে নিহত শিশুদের প্রতি শোক প্রকাশ করেছে।
মার্কিন গায়িকা টেইলর সুইফটের ভক্তরা এ পর্যন্ত ৩ লাখ ২৫ হাজার পাউন্ডের (৪ লাখ ১৭ হাজার ডলার) অর্থ সংগ্রহ করেছেন নিহত এবং চিকিৎসাধীন শিশুদের পরিবারকে সহায়তা করার জন্য।
টেইলর সুইফট শোক প্রকাশ করে বলেছেন, “এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য আমার সহানুভূতি জানানোর ভাষা নেই।”
সূত্র: বিবিসি/রয়টার্স