এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
Published : 03 Dec 2023, 08:43 AM
পাকিস্তানের উত্তরাঞ্চলের চিলাস শহরের কাছে একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় আট যাত্রী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হামলার ওই ঘটনা ঘটে বলে জানান জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা।
আঞ্চলিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী জহর বলেন, সন্ত্রাসীরা বাসটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। হামলার কারণও এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।
চিলস শহরটি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পাহাড়ি অঞ্চল গিলগিত-বালতিস্তানে অবস্থিত। ওই অঞ্চলে গত কয়েক বছরে হামলার ঘটনা বেড়ে গেছে। পাকিস্তানি তালেবান অথবা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ওই সব হামলার কয়েকটির দায় স্বীকার করেছে।
পাহাড়ি শহর চিলাস পর্যটকদের কাছে জনপ্রিয়। সেখানে চীনের সহায়তায় একটি বাধ নির্মাণ হচ্ছে।