জোকোভিচের ভিসা: আপিল শুনানি শেষ, রায়ের অপেক্ষা
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2022 12:15 PM BdST Updated: 16 Jan 2022 12:29 PM BdST
-
দ্বিতীয় দফা ভিসা বাতিলের পর নোভাক জকোভিচকে আটককেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। ফাইল ছবি। রয়টার্স থেকে নেওয়া
অস্ট্রেলিয়ান ওপেন খেলতে দেশটিতে যাওয়া টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা বাতিল নিয়ে আপিল শুনানি শেষ হওয়ার পর আদালতের কার্যক্রম মুলতুবি ঘোষণা করা হয়েছে।
শুনানিতে আসা যুক্তিতর্ক বিবেচনা শেষে রোববার বিকাল বা সোমবার সকালে রায় হতে পারে বলে বিচারকরা ইঙ্গিতও দিয়েছেন।
আইনি এ কার্যক্রমের ডামাডোলে জোকোভিচের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ।
ভিসা বাতিলের সিদ্ধান্ত বদলালে তিনি যেন পর্যাপ্ত সময় পান, তা নিশ্চিতে সোমবার পরের দিকে তার খেলা রাখা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
অস্ট্রেলিয়া সরকারের ভিসা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ চেষ্টা হিসেবে দেশটির ফেডারেল আদালতে আপিল করেন পুরুষ টেনিসের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ।
রোববার আদালতের কার্যক্রম মুলতুবির পর প্রধান বিচারপতি জেমস আলসপ বলেন, তারা রোববার পরের দিকে একটি সিদ্ধান্ত নিয়ে হাজির হতে পারবেন বলে আশা করছেন।
ভিসা নিয়ে তিন বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়েই জানা যাবে সার্বিয়ান এই টেনিস তারকা সোমবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারবেন, নাকি তাকে অস্ট্রেলিয়া ছাড়তে হবে। সরকার রায়ে জিতলে জোকোভিচের ওপর তিন বছরের ভিসা নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।
আপিল শুনানির আগে শনিবার বিকালে এ টেনিস তারকাকে আটক করে অস্ট্রেলিয়ার সরকার। রোববার শুনানির সময় তাকে তার আইনজীবীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তিনি আদালতের ভার্চুয়াল শুনানিতে অংশ নেন।
গত ৬ জানুয়ারি জোকোভিচ মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে নামার পর তাকে আটকে দেওয়া হয়। কয়েক ঘণ্টা বসিয়ে রেখে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, টিকার শর্ত শিথিলের কোনো প্রমাণ জোকোভিচ দেখাতে পারেননি, সুতরাং ভিসা বাতিল করে তাকে ফেরত পাঠানো হবে।
পরে বিমানবন্দর থেকে জোকেভিচকে সরকারি ব্যবস্থাপনায় একটি হোটেলে রাখা হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের হেফাজতে। ফেরত পাঠানো এড়াতেআদালতের দ্বারস্থ হন জোকোভিচ।
তার আবেদনের শুনানি শেষে ১০ জানুয়ারি অস্ট্রেলিয়ার একটি আদালত জোকোভিচকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। ভিসা বাতিল করে ইমিগ্রেশন কর্তৃপক্ষের হেফাজতে আটক রাখার ‘যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়নি’ উল্লেখ করে পুরুষ টেনিসের শীর্ষ র্যাংকিংধারীকে অস্ট্রেলিয়ায় অবস্থান করারও অনুমতি দেয় তারা।
আদালতে জয় পেলেও জোকোভিচের পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার সুযোগ ছিল না, কারণ অভিবাসনমন্ত্রীর নির্বাহী ক্ষমতায় ফের তার ভিসা বাতিলের সুযোগ ছিল। শেষ পর্যন্ত হয়ও তা-ই।
মহামারীর মধ্যে টিকা না নেওয়া এই খেলোয়াড়কে জনসাধারণের জন্য ‘হুমকি’ অ্যাখ্যায়িত করে ফের তার ভিসা বাতিল করেন মন্ত্রী অ্যালেক্স হক।
দেশটির অভিবাসন আইন অনুযায়ী, ‘স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার’ ক্ষেত্রে কাউকে ঝুঁকিপূর্ণ মনে হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন অভিবাসনমন্ত্রী।
জোকোভিচ যদি খেলতে পারেন, এবং দশমবারের মতো টুর্নামেন্টটি জেতেন, তাহলে পুরুষ টেনিসের ইতিহাসে ২১টি বড় শিরোপা জেতা সবচেয়ে সফল তারকায় পরিণত হবেন তিনি।
-
প্রধানমন্ত্রীত্বে শেষ ধাক্কা? দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী খোয়ালেন জনসন
-
মারিউপোলে দুই বিদেশি জাহাজ জব্দ করেছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা
-
নেটোতে যোগ দিতে চুক্তি সই করল ফিনল্যান্ড-সুইডেন
-
ইউরোপজুড়ে অভিযানে মানব পাচারের সন্দেহে ১৩০ জন গ্রেপ্তার
-
হোটেল–রেস্তোরাঁয় ‘সার্ভিস চার্জ’ নিষিদ্ধ করল ভারত
-
লুহানস্ক ছেড়ে এখন দোনেৎস্ক বাঁচাতে নজর ইউক্রেইন বাহিনীর
-
খরায় উত্তর ইতালিতে জরুরি অবস্থা জারি
-
বাচ্চার দুধ কেনার টাকাও নেই, শ্রীলঙ্কায় লঙ্গরখানায় বাড়ছে মুখ
-
প্রধানন্ত্রিত্বে শেষ ধাক্কা? দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী খোয়ালেন জনসন
-
মারিউপোলে দুই বিদেশি জাহাজ জব্দ করেছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা
-
নেটোতে যোগ দিতে চুক্তি সই করল ফিনল্যান্ড-সুইডেন
-
ইউরোপজুড়ে অভিযানে মানব পাচারের সন্দেহে ১৩০ জন গ্রেপ্তার
-
হোটেল–রেস্তোরাঁয় ‘সার্ভিস চার্জ’ নিষিদ্ধ করল ভারত
-
লুহানস্ক ছেড়ে এখন দোনেৎস্ক বাঁচাতে নজর ইউক্রেইন বাহিনীর
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার