মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আসিয়ান নেতারা বৈঠকে বসবেন: ব্রুনাই
>> রয়টার্স
Published: 05 Apr 2021 08:34 PM BdST Updated: 05 Apr 2021 08:34 PM BdST
সেনাঅভ্যুত্থানের পর মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) এর যে বৈঠক আহ্বান করা হয়েছে তাতে সমর্থন জানিয়েছেন সংগঠনটির বর্তমান প্রধান ব্রুনাই।
ব্রুনাই সোমবার মালয়েশিয়ার সঙ্গে এক যৌথ বিবৃতিতে জানায়, তারা তাদের মন্ত্রী এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান মন্ত্রিসভার বৈঠক আয়োজনের বিষেয়ে ‘প্রয়োজনীয় প্রস্তুতি’ গ্রহণ করতে বলেছে।
বিবিসি জানায়, সোমবার মালয়েশিয়ার প্রেসিডেন্ট মুহিদ্দিন ইয়াসিন এবং ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর বৈঠক শেষে ওই বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ‘‘উভয় নেতা মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আসিয়ান নেতাদের বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয়েছেন।”
তবে কবে নাগাদ ওই বৈঠক আয়োজন করা হতে পারে সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।
উভয় নেতা মিয়ানমারে নিরাপত্তাবাহিনীর গুলিতে বিক্ষোভকারীদের প্রাণহানি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘‘উভয় নেতা মিয়ানমারের সব পক্ষকে ভবিষ্যতে আরো সহিংসতা থেকে বিরত থাকার এবং অবিলম্বে সংযম ও নমনীয়তার অনুশীলন করার আহ্বান জানিয়েছেন।”
মিয়ানমারকে নিয়ে আসিয়ানের বৈঠক চায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ৫ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া দেশটির চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বিশেষ বৈঠক আয়োজনের আহ্বান জানায়। মিয়ানমার আসিয়ানভুক্ত দেশ।
সেনাঅভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে টানা বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে জান্তাবাহিনী বলপ্রয়োগ করছে, চালাচ্ছে গুলি। দেশটিতে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত ৫৫৭ জন নিহত হয়েছেন।
প্রায় আড়াই হাজার বিক্ষোভকারীকে বন্দি করা হয়েছে। বিক্ষোভকারীরা যেন একজোট হতে না পারে তাই সেখানে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে।
মূলত ইন্দোনেশিয়া উদ্যোগী হয়ে মিয়ানমার নিয়ে আসিয়ানের বৈঠক আহ্বান করে, যাতে আলোচনার মাধ্যমে দেশটির বর্তমান সংকট নিরসনের একটি উপায় বের করা হয়। ইন্দোনেশিয়া এবং মিয়ানমার দুই দেশই দীর্ঘদিন ধরে এক অপরের অভ্যন্তরীণ বিষয়ে নিয়ে কোনো মন্তব্য না করার কৌশল অনুসরণ করে আসছে।
-
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউয়ে কেন বিপর্যস্ত ভারত
-
কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ২০০০ ছাড়াল
-
স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি
-
জর্জ ফ্লয়েড হত্যায় ডেরেক শভিন দোষী সাব্যস্ত
-
মহামারীর মধ্যে অক্সিজেন সঙ্কটে দিল্লি
-
মিশরের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৩
-
পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা
-
ভারতের বাইরে কোভ্যাক্সের টিকা পাওয়ার সমস্যা মিটেছে: ইউনিসেফ
-
যুক্তরাষ্ট্রে ফ্লয়েডের রায়ের দিন পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত
-
২০২০: মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ ৫ দেশের চারটি মধ্যপ্রাচ্যের
-
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউয়ে কেন বিপর্যস্ত ভারত
-
স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি
-
পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা
-
কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ২০০০ ছাড়াল
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে