চীনের পশ্চিমের প্রদেশ জিনজিয়াংয়ে লম্বা দাড়ি ও মুখঢাকা পোশাক নিষিদ্ধ করা হয়েছে।
Published : 01 Apr 2017, 05:55 PM
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, ‘অস্বাভাবিক’ লম্বা দাড়ি রাখা যাবে না এবং জনসমাগমপূর্ণ এলাকায় মুখ ঢাকা পোশাক পরা নিষিদ্ধ। সেই সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল দেখা বাধ্যতামূলক করা হয়েছে।
চীনের মুসলিম উইঘুর সম্প্রদায় জিনজিয়াং প্রদেশে বসবাস করে। তাদের দাবি, সরকার তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে।
বিবিসির খবরে বলা হয়, গত কয়েক বছরে ওই অঞ্চলে রক্তক্ষয়ী হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
ওই সব হামলার পেছনে ইসলামপন্থি জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদীরা রয়েছে বলে দাবি চীন সরকারের। চরমপন্থার বিরুদ্ধে প্রচারের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান কর্মকর্তারা।
যদিও মানবাধিকার সংগঠনগুলোর মতে, উইঘুর সম্প্রদায়ের উপর সরকারের দমনমূলক নীতির প্রতিক্রিয়ায় ওই সব হামলা হয়েছে।
নতুন করে এই নিষেধাজ্ঞা উইঘুর সম্প্রদায়ের মানুষদের চরমপন্থা বেছে নিতে বাধ্য করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।