জঙ্গিবাদ মোকাবেলায় নতুন পরিকল্পনা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কিন্তু এ পরিকল্পনা মুসলিম সম্প্রদায়ের জন্য হুমকিস্বরূপ বলে এর নিন্দা জানিয়েছে মুসলিমরা।
Published : 19 Oct 2015, 10:27 PM
ক্যামেরন সরকার কয়েকমাস ধরেই উগ্রবাদ-বিরোধী পরিকল্পনা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে। ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা ও অন্যান্য জঙ্গি দলগুলোর আদর্শের প্রচার রুখে দেয়াই এর প্রাথমিক লক্ষ্য। যে আদর্শ তরুণ ব্রিটিশদেরকে সহিংসতার পথে পরিচালিত করতে পারে।
ফেইসবুক ওয়েবসাইটে ক্যামেরন লেখেন, সুসংগঠিত জঙ্গি দল আইএস কেবল আমাদের নিরাপত্তায়ই হুমকি নয় বরং আমাদের বহু-জাতিক, বহু ধর্মীয় বিশ্বাসের গণতন্ত্রকেও ধ্বংস করেছে।
“একারণে আমরা যেখানেই তাদেরকে পাব সেখানেই তাদেরকে মোকাবেলা করতে হবে,” লেখেন তিনি।