সামাজিক মাধ্যমে আসা এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজটি তুষারাচ্ছন্ন রানওয়েতে জরুরি অবতরণ করছে।
Published : 18 Feb 2025, 12:40 PM
যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়াররাইন্সের একটি উড়োজাহাজ ৮০ জন যাত্রীসহ কানাডার টরন্টো পিয়ারসন বিমানবন্দরে জরুরি অবতরণকালে উল্টে গেছে। এতে ১৮ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবারের এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, জানিয়েছেন কর্মকর্তারা।
কানাডাজুড়ে একটি ব্যাপক তুষারঝড় বয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ডেল্টা এয়ারলাইন্সের উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে।
সামাজিক মাধ্যমে আসা এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজটি তুষারাচ্ছন্ন রানওয়েতে জরুরি অবতরণ করছে। তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই উল্টে যাওয়া উড়োজাহাজটি থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
কিছু নাটকীয় ছবিতে দেখা গেছে, উল্টে যাওয়া সিআরজে-৯০০ উড়োজাহাজটি থেকে মানুষ হোঁচট খেতে খেতে নামছে, প্রবল বাতাসের ধাক্কা ও ছুটতে থাকা তুষার থেকে তাদের মুখ আড়াল করছে।
উড়োজাহাজটির লেজের দিক থেকে ধোঁয়া বের হচ্ছে আর দমকল কর্মীরা আগুন নেভাতে পানি নিক্ষেপ করছে, তখনও আকাশযানটি থেকে যাত্রীরা বের হচ্ছে।
ঘটনার পর যাত্রী জন নেলসন ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, দমকলের একটি ফায়ার ইঞ্জিন তুষারে ঢাকা একটি টারমাকে পেট উপরের দিকে দিয়ে উল্টো হয়ে পড়ে থাকা উড়োজাহাজটিতে পানি ছিটাচ্ছে।
পরে তিনি সিএনএনকে জানান, উড়োজাহাজটি অবতরণ করার আগে অস্বাভাবিক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
টেলিভিশন নেটওয়ার্কটিকে নেলসন বলেন, “আমরা মাটিতে নামলাম, তারপর কাত হয়ে গেলাম আর এরপর উল্টে গেলাম।
“আমি কোনরকমে সিটবেল্ট খুলতে সক্ষম হই আর পড়ে গিয়ে নিচে আছাড় খাই। কিছু মানুষ ঝুলে ছিল, তাদের সাহায্যের দরকার হয়। বাকিরা নিজে নিজেই বের হতে পারেন।”
Someone sends this, I don’t actually know what it is pic.twitter.com/C0miakUdOW
— JonNYC (@xJonNYC) February 17, 2025