ইলন মাস্ক জানিয়েছেন, ইমেইলে করা এই অনুরোধে সাড়া না দিলে তা পদত্যাগ বলে ধরে নেওয়া হবে।
Published : 23 Feb 2025, 12:39 PM
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারি কর্মীদের আগের সপ্তাহ থেকে তাদের কাজের কৃতিত্বের বিস্তারিত সোমবার রাতের মধ্যে জানাতে বলেছে ট্রাম্প প্রশাসন। অন্যথায় তাদের চাকরি হারানোর ঝুঁকির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় সরকারি কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে এমন নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’র (ডিওজিই) প্রধান ইলন মাস্ক সামাজিক মাধ্যম এক্স এ করা পোস্টে বলেন, এই ইমেইলে করা অনুরোধে সাড়া না দিলে তা পদত্যাগ বলে ধরে নেওয়া হবে।
এর কিছুক্ষণের মধ্যেই ইমেইলগুলো হাজির হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক্স এ করা পোস্টে মাস্ক বলেন, “কিছুক্ষণের মধ্যেই সব ফেডারেল কর্মী একটি ইমেইল পাবেন, তাতে তারা গত সপ্তাহে কী করেছে তা বোঝার অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সাড়া দিতে বার্থ্য হলে তা পদত্যাগ বলে ধরে নেওয়া হবে।”
এর কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে করা পোস্টে বলেন, ২৩ লাখের শক্তিশালী ফেডারেল কর্মীবাহিনী আকার ছোট করে নতুনভাবে সাজানোর উদ্যোগে ডিওজিই-র আরও আক্রমণাত্মক হতে হবে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যার মধ্যে সবগুলো ফেডারেল সংস্থার কর্মীদের কাছে ইমেইল পাঠানো হয়। এসব সংস্থার মধ্যে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন, ন্যাশনাল ওশেনিক এন্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন উল্লেখযোগ্য। পাঠানো ইমেইলের সাবজেক্ট লাইন ছিল, “গত সপ্তাহে আপনি কী করেছেন?”
রয়টার্স জানায়, তারা ইমেইলটি দেখেছে আর তাতে কর্মীদের ‘আপনি গত সপ্তাহে কর্মক্ষেত্রে যা সম্পন্ন করেছেন’ তা সংক্ষিপ্তভাবে পাঁচটি বুলেট পয়েন্ট আকারে লিখে জবাব দিতে ও তাদের ব্যবস্থাপকদের কপি দিতে বলা হয়।
পার্সোনাল ম্যানেজমেন্ট দপ্তরের (ওপিএম) একটি মানব সম্পদের ঠিকানা থেকে ইমেইলগুলো পাঠানো হয় এবং স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জবাব দিতে বলা হয়।
রয়টার্স লিখেছে, ফেডারেল কর্মীরা যদি ওই অনুরোধে সাড়া দিতে ব্যর্থ হয় তাহলে মাস্ক কী আইনিভিত্তিতে তাদের ছাঁটাই করবেন তা পরিষ্কার হয়নি। আর যে কর্মীরা তাদের গোপনীয় কাজের বিস্তারিত বিবরণ দিতে পারবেন না, তাদের কী হবে তাও পরিষ্কার হয়নি।
মার্কিন বিচার বিভাগ নির্বাহী বিভাগের অংশ না হলেও শনিবার ওপিএমের ওই ইমেইল এই বিভাগের কিছু ফেডারেল কর্মীও পেয়েছেন বলে বিষয়টি সম্পর্কে জ্ঞাত লোকজন জানিয়েছেন।