অভিযান এখনও চলছে, জানিয়েছে সোমালি ন্যাশনাল টিভি (এসএনটিভি)।
Published : 02 Mar 2025, 10:59 PM
সোমালিয়ার হিরশাবেলে রাজ্যের বিয়া ক্যাডডে এলাকায় দেশটির সেনাবাহিনী ও তাদের আন্তর্জাতিক মিত্রদের অভিযানে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের ৪০ এর বেশি সদস্য নিহত হয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে সোমালি ন্যাশনাল টিভি (এসএনটিভি) রোববারের এ অভিযানের খবর দিয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী, আন্তর্জাতিক অংশীদার, সতর্ক স্থানীয়রা এখনও অভিযান চালিয়ে যাচ্ছে,” পোস্টে এমনটাই বলেছে এসএনটিভি।
পূর্ব আফ্রিকার এ দেশটিতে আল-কায়েদা, আইএস ও আল-শাবাব বেশ সক্রিয়। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে গত মাসে যুক্তরাষ্ট্র দেশটির উত্তরপূর্বের গোলিস পর্বতমালায় লুকিয়ে থাকা আইএস সদস্যদের ওপর বিমান হামলা চালায়।
ওই হামলায় আইএসের এক ঊর্ধ্বতন ‘আক্রমণ পরিকল্পনাকারী’সহ একাধিক সদস্য নিহত হয়েছে বলেও দাবি করেছে পেন্টাগন।