পশ্চিমা বহু কোম্পানির কারখান ভিয়েতনামে। দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটির সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র।
Published : 08 Apr 2025, 03:10 PM
ভিয়েতনাম তাদের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর করা ৪৫ দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করে প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জামসহ আরও মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে।
সোমবার রাতে দেশটির প্রধানমন্ত্রী ফাম মিং চিং এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন।
এদিন দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে চিং জানান, ভিয়েতনামের এয়ারলাইন্স যুক্তরাষ্ট্র থেকে যেসব বাণিজ্যিক উড়োজাহাজ কেনার আদেশ দিয়েছে সেগুলো তাড়াতাড়ি পাঠানোর জন্য বলবে হ্যানয়।
পশ্চিমা বহু কোম্পানির কারখান ভিয়েতনামে। দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটির সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ছিল ১২ হাজার ৩০০ কোটি ডলারেরও বেশি।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ শুল্ক আরোপ করেন। বুধবার থেকে এই শুল্ক আদায়ের কথা রয়েছে। তবে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ভিয়েতনাম সময় চেয়েছে বলে চিং জানিয়েছেন।
বিবৃতিতে চিং বলেছেন, “উভয় দেশের স্বার্থের দিকে লক্ষ্য রেখে ভারসাম্যপূর্ণ ও টেকসই বাণিজ্যের জন্য ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চাইছে।”
হোয়াইট হাউজের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো সোমবার দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের মধ্যে বিদ্যমান গুরুত্বপূর্ণ উদ্বেগগুলো তুলে ধরেছেন। এসবের মধ্যে চীন থেকে ট্রান্সশিপিং, মার্কিন বাজারের চেয়েও কম মূল্যে সিফুড ও অন্যান্য পণ্য রপ্তানি এবং মেধাস্বত্ত সংক্রান্ত সমস্যা উল্লেখযোগ্য।
ভিয়েতনাম সংক্রান্ত বিষয়ে নাভারো মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে বলেন, “তারা মেধাস্বত্ত চুরির সঙ্গে জড়িত। পাশাপাশি চীনের পর বাণিজ্য মন্ত্রণালয়ে তাদের নামেই সবচেয়ে বেশি মামলা আছে।”
সোমবারের ওই বিবৃতিতে চিং বলেছেন, নাভারোর জানানো উদ্বেগের সঙ্গে সঙ্গতি রেখে ভিয়েতনাম তার মুদ্রা নীতি, বিনিময় হার, অ-শুল্ক বাধা এবং পণ্য উৎপাদনের সঠিক উৎস নিশ্চিতে কাজ করবে। পাশাপাশি কর ও মেধাস্বত্ত সংক্রান্ত সমস্যাগুলোও সমন্বয় করবে বলে মঙ্গলবার আরেক বিবৃতিতে জানিয়েছে দেশটির সরকার।
২০১৬ সালে ভিয়েতনামের ওপর আরোপিত মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যায়। কিন্তু তারপরও ভিয়েতনামে মার্কিন প্রতিরক্ষা রপ্তানি শুধু কোস্টগার্ডের জাহাজ ও প্রশিক্ষণ বিমানে সীমাবদ্ধ ছিল। গত বছর ভিয়েতনাম মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের সি-১৩০ হারকিউলিস সামরিক পরিবহন বিমান ক্রয় নিয়ে আলোচনা করেছে বলে কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।