ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধ করে উত্তর কোরীয় সেনারা অভিজ্ঞ হচ্ছে এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা বাড়ছে- বলেছেন, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রদূত।
Published : 09 Jan 2025, 06:23 PM
যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে, উত্তর কোরিয়া রাশিয়ার হয়ে ইউক্রেইনের বিরুদ্ধে তাদের সেনাদের লড়াই থেকে লাভবান হচ্ছে। সেনারা যুদ্ধের অভিজ্ঞতা সঞ্চয় করছে। এতে করে উত্তর কোরিয়া “প্রতিবেশী দেশগুলোতে যুদ্ধ চালানোর জন্য আরও সক্ষম হয়ে উঠছে।”
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে সামরিক অভিযান শুরুর পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক সুদৃঢ় করছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত ডরোথি ক্যামিল শেয়া বলেছেন, রাশিয়ায় ১২ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা আছে। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে গতমাস থেকে তারা লড়াই শুরু করেছে।
তিনি বলেন, ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধ করে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি রাশিয়ার সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি পেয়ে উত্তর কোরিয়া উল্লেখযোগ্যভাবে লাভবান হচ্ছে। ফলে, পাশের দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধে নামার সক্ষমতা বাড়ছে তাদের।
সোমবার নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এরপরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওই বৈঠক ডাকা হয়।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে জাতিসংঘে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম সং বলেছেন, রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারের পরিকল্পনার আওতায় এই পরীক্ষা চালানো হয়েছে। উত্তর কোরিয়ার অস্ত্রভাণ্ডার নিয়ে পশ্চিমাদের দ্বিমুখী নীতিরও কড়া সমালোচনা করেছেন তিনি।
কিম সং বলেন, ইসরায়েলের হামলায় গাজায় ৪৫ হাজারের বেশি মানুষ মরেছে। অথচ ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রশাসন বরাবরই উদার। অথচ উত্তর কোরিয়া নিজেদের নিরাপত্তার জন্য অস্ত্র পরীক্ষা চালালেও তাদের মাথাব্যথা হয়।