চার দশক পর ফের আগুন আর তপ্ত লাভা উগরাচ্ছে বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি মানা লোয়া। সমুদ্র সমতল থেকে ১৩ হাজার ৬৭৯ ফুট উচ্চতায় এই অগ্ন্যুৎপাতে হাওয়াই দ্বীপুঞ্জের আকাশ লাল বর্ণ ধারণ করছে।
Published : 02 Dec 2022, 09:02 AM
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, বিশাল এলাকাজুড়ে কখনো লাল, কখনো সোনালি লাভা ছিটকে উঠছে ফুলকির মত। পর্বতের ঢাল বেয়ে নামছে ত্তপ্ত লাভার স্রোত। স্যাটেলাইট থেকে তোলা ছবি দেখে মনে হতে পারে, এ যেন ভয়ঙ্কর এক আগুনে বাগান।
রয়টার্স জানায়, গত ২৭ নভেম্বর রাতে মানা লোয়ার জ্বালামুখ থেকে ত্তপ্ত লাভা উদ্গীরণ শুরু হলে হাওয়াইয়ের রাতের আকাশ লাল আভায় ছেয়ে যায়।
যুক্তরাষ্ট্রের হওয়াই অঙ্গরাজ্যের সবচেয়ে বড় দ্বীপের প্রায় অর্ধেকজুড়ে (৫১৭৯ বর্গ কিলোমিটার) ছড়িয়ে আছে এই আগ্নেয়গিরি। এর আগে ১৯৮৪ সালের মার্চ ও এপ্রিলে শেষবার সেখানে উদ্গীরণ হয়েছিল।
মানা লোয়ার অবস্থান হাওয়াইয়ের ভলকানোস ন্যাশনাল পার্কের ভেতরে। কয়েকদিন ধরেই এ এলাকায় ছোট ছোট ভূমিকম্প হচ্ছিল। উদ্গীরণের আভাসও দেওয়া হয়েছিল। ২৭ নভেম্বর সারাদিন ধরে এক ডজনের বেশি ভূমিকম্পের পর রাতে শুরু হয় উদ্গীরণ।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, লাভা প্রবাহের বেশিরভাগই চূড়ার মধ্যে রয়ে গেছে। পর্বতের নিচের দিকে বসবাসকারী হাওয়াইবাসীরা আপাতত বিপদমুক্ত। যদিও এর আগে উড়ে আসা আগ্নেয় ছাইয়ের বিষয়ে সতর্ক করা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের।