কম গোলাবারুদে ইউক্রেইনকে লড়ার প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা মিত্র দেশগুলো ইউক্রেইনের সেনাদেরকে প্রশিক্ষণ এবং অস্ত্র দিচ্ছে।

রয়টার্স
Published : 15 Feb 2023, 01:18 PM
Updated : 15 Feb 2023, 01:18 PM

যুক্তরাজ্য সনাতনী সোভিয়েত ধাঁচের তুলনায় বরং আরও অনেকটাই পশ্চিমা ধাঁচে এবং কম গোলাবারুদ ব্যবহার করে ইউক্রেইনীয় সেনাদেরকে লড়াই করার প্রশিক্ষণ দিচ্ছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বুধবার একথা জানিয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কিইভের সমর্থনে যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা মিত্র দেশগুলো ইউক্রেইনের সেনাদেরকে প্রশিক্ষণ এবং অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে।

’টাইমস রেডিও’তে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়ালেস বলেন, “ইউক্রেইন নিজে দের সুরক্ষায় বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহার করে। সেকারণে আমরা আংশিকভাবে তাদেরকে পশ্চিমা ধাঁচে লড়াইয়ের প্রশিক্ষণ দিচ্ছি।”

গোলাবারুদের ব্যবহার যাতে খুবই ফলপ্রসু এবং নির্ভুল হয় সেটি নিশ্চিত করতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান ওয়ালেস।

তিনি বলেন, “রাশিয়ান কিংবা সোভিয়েত ধাঁচের লড়াইয়ে খুবই ভারি গোলাবারুদ ও অস্ত্র ব্যবহার করা হয়ে থাকে। নেটোতে আমরা কখনও এভাবে নিজেদের সংগঠিত করিনি।”

পশ্চিমা মিত্রদেশগুলোর ইউক্রেইনকে জঙ্গি বিমান সরবরাহ করা উচিত কিনা সে প্রশ্নে ওয়ালেস বলেন, জঙ্গি বিমান ব্যবহারে পাইলটদের দীর্ঘ প্রশিক্ষণ এবং বাড়তি সাপোর্ট ক্রু প্রয়োজন হয়। তাই তাৎক্ষণিকভাবে ব্রিটেন বরং ইউক্রেইনকে বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিতে পারে।