স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে উড়োজাহাজটির ইঞ্জিনে পাখি আটকা পড়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা প্রকাশ করা হয়েছে।
Published : 29 Dec 2024, 11:24 AM
দক্ষিণ কোরিয়ার জেজু এয়ার তাদের পরিচালিত একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অনেক মানুষ নিহত হওয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে।
রোববার স্থানীয় সময় সকালে দক্ষিণ কোরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় মুয়ান কাউন্টির মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিধ্বস্ত হয়ে অন্তত ৮৫ জন নিহত হয়।
এ দুর্ঘটনা বিষয়ে একটি বিবৃতিতে দিয়ে ক্ষমা প্রার্থনা করেছে জেজু এয়ার।
কোরীয় ভাষায় দেওয়া বিবৃতিতে তারা বলেছে, “মুয়ান বিমানবন্দরের দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা জেজু এয়ারের পক্ষ থেকে তাদের প্রত্যেকের কাছে মাথা নত করে ক্ষমা প্রার্থনা করছি।
“এই ঘটনায় সাড়া দিয়ে যা যা করতে পারবো তার সবাই করবো আমরা। এই বিপর্যয়ের জন্য আমরা দুঃখিত।”
বিবিসি জানিয়েছে, এই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি, কিন্তু স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে উড়োজাহাজটির ইঞ্জিনে পাখি আটকা পড়ে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা প্রকাশ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সাশ্রয়ী এয়ারলাইন্সগুলোর মধ্যে জেজু এয়ার বৃহত্তম। ২০০৫ সালে যাত্রা শুরু করার পর থেকে তাদের যাত্রীবাহী উড়োজাহাজ পরিচালনার ইতিহাসে এই প্রথম এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল।
আরও পড়ুন: