জাবালিয়ায় বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয় দেওয়া জাতিসংঘের এক ক্লিনিকে ইসরায়েলের হামলায় ৯ শিশুসহ অন্তত ১৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাছাকাছি অবস্থিত ইন্দোনেশীয় হাসপাতাল।
Published : 02 Apr 2025, 09:30 PM
গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যেই তেল আবিব জানিয়েছে, তাদের সামরিক বাহিনী অভিযানের আওতা বাড়াবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডটির বিরাট একটি অংশ দখলে নিয়ে তা ‘নিরাপত্তা অঞ্চলের’ সঙ্গে জুড়ে দেবে।
বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তাদের অভিযানের লক্ষ্য হচ্ছে ‘ওই এলাকায় থাকা সন্ত্রাসী ও তাদের অবকাঠামো নিশ্চিহ্ন করে দেওয়া’। এজন্য বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে এলাকা খালি করে দিতে নির্দেশও দেওয়া হয়েছে।
এদিন গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয় দেওয়া জাতিসংঘের এক ক্লিনিকে ইসরায়েলের হামলায় ৯ শিশুসহ অন্তত ১৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাছাকাছি অবস্থিত ইন্দোনেশীয় হাসপাতাল। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা ওই ভবনের ভেতর লুকিয়ে থাকা ‘হামাস সন্ত্রাসীদের’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আগের রাতে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজাজুড়ে আরও অন্তত ১০ জন নিহত হয়েছে বলে স্থানীয় হাসপাতালগুলোর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার রাতভর মিশর সীমান্ত সংলগ্ন এলাকায় ইসরায়েল ব্যাপক গোলাবর্ষণ ও তুমুল বিমান হামলা চালিয়েছে বলেও খবর পাওয়া গেছে।
পরে বুধবার ইসরায়েলের সেনা রেডিও জানায়, তাদের ট্যাঙ্ক ও স্থলবাহিনী গাজার দক্ষিণের শহর রাফার মধ্য ও পূর্ব অংশের দিকে অগ্রসর হচ্ছে।
এর আগে চলতি সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনীর রাফার আনুমানিক এক লাখ ৪০ হাজার বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে নির্দেশ দেয়। উত্তর গাজার কিছু অংশের বাসিন্দাদেরও এলাকা খালি করতে বলেছে তারা।