বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় অভিযানে ২৪ ঘণ্টায় ২৩ ‘জঙ্গি’ নিহত হয়েছেন বলে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে।
Published : 01 Feb 2025, 07:54 PM
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর কথিত ‘শুদ্ধি’ অভিযান চলাকালে ২৪ ঘণ্টায় ১৮ সেনা ও ২৩ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।
শনিবার পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এর এক প্রেস রিলিজের বরাতে দেশটির গণমাধ্যম ডন এসব তথ্য জানিয়েছে।
শুক্রবার হারনাই জেলায় নিরাপত্তা বাহিনীর চালানো এক অভিযানে ১১ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। এর আগে রাতে কালাত জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও ১২ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।
বিচ্ছিন্নতাবাদীরা শুক্রবার দিবাগত রাতে কালাত জেলার ম্যাঙ্গোচর এলাকায় রাস্তায় অবরোধ বসানোর চেষ্টা করে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো অবিলম্বে সেখানে গিয়ে হাজির হয়ে তাদের প্রচেষ্টা রুখে দেয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে ১২ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।
তবে এই অভিযান চলাকালে পাকিস্তানের আধা-সামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়, জানিয়েছে আইএসপিআর।
ডনের প্রতিবেদনে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তানে লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে।
এরপর নিরাপত্তা বাহিনী পুরো বেলুচিস্তানজুড়ে একাধিক ‘শুদ্ধি’ অভিযান শুরু করে। এসব অভিযান চলাকালে হারানাই জেলায় বিচ্ছিন্নতাবাদীদের একটি গোপন ঘাঁটি গুড়িয়ে দিয়ে ১১ জনকে হত্যা করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অভিযান চলাকালে তারা বিচ্ছিন্নতাবাদীদের বেশ কয়েকটি গোপন ঘাঁটি গুড়িয়ে দেয় বলে দাবি করেছে।
আইএসপিআর জানিয়েছে. বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় চালানো এসব অভিযানে ২৪ ঘণ্টায় ২৩ ‘জঙ্গি’ নিহত হয়েছে। ‘শুদ্ধি’ অভিযান অব্যাহত আছে।
এসব অভিযানে নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সেনা নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে এক দশক ধরে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বালুচ গোষ্ঠীগুলো লড়াই চালিয়ে আসছে। প্রদেশটির সঙ্গে ইরান ও আফগানিস্তানের সীমান্ত আছে।