সম্প্রতি কয়েকমাসে চীন এবং যুক্তরাজ্যের মধ্যে পাল্টাপাল্টি বেশ কিছু অভিযোগের মধ্যে বেইজিং সবশেষ এই অভিযোগ করল।
Published : 03 Jun 2024, 07:51 PM
যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআইসিক্স এর বিরুদ্ধে গুপ্তচর হিসাবে এক চীনা দম্পতিকে নিয়োগের অভিযোগ করেছে বেইজিং।
সম্প্রতি কয়েকমাসে চীন এবং যুক্তরাজ্যের মধ্যে পাল্টাপাল্টি বেশ কিছু অভিযোগের মধ্যে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় সোমবার সবশেষ এই অভিযোগ করল।
যুক্তরাজ্যের হয়ে গুপ্তচাবৃত্তির জন্য বিবাহিত ওই চীনা দম্পতিকে চীন আটক করেছে। তারা দুইজনই চীনা নাগরিক এবং রাষ্ট্রায়ত্ব একটি সংস্থার কর্মী।
এমআইসিক্স প্রথমে যুক্তরাজ্যে পড়তে যাওয়া ওয়াংয়ের অর্থের চাহিদাকে কাজে লাগিয়ে তাকে গুপ্তচর হিসাবে নিয়োগ করে। পরে ওয়াংয়ের মাধ্যম দিয়ে তার স্ত্রী ঝুকেও একাজে নিয়োজিত করে বলে অভিযোগ চীনের।
দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় বলেছে, ওয়াং ২০১৫ সালে সিনো-ব্রিটিশ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় যুক্তরাজ্যে পড়তে যান। এরপর এমআইসিক্স তার বিশেষ যত্ন নিতে শুরু করেছিল।
ওয়াংকে ডিনারে দাওয়াত করা, ট্যুরে নিয়ে যাওয়াসহ আরও নানাভাবে এমআইসিক্স তাকে বোঝার চেষ্টা করে এবং দুর্বলতা খুঁজে বের করে। পরে তাকে চীনে ফিরে গিয়ে ব্রিটিশ সরকারের হয়ে গুপ্তচরবৃত্তি করতে রাজি করাতে সক্ষম হয় এমআইসিক্স।
ওয়াং প্রথমে দ্বিধায় থাকলেও এমআইসিক্স এজেন্টদের প্রতিহত করতে পারেননি। তাদের বারবার জোরজবরদস্তি এবং প্রলোভনের মুখে পড়ে ওয়াং শেষ পর্যন্ত রাজি হন।
এরপর ওয়াংয়ের প্ররোচনাতেই তার স্ত্রী ঝু গোয়েন্দা তথ্য সংগ্রহে রাজি হয়ে যান এবং তিনিও যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তি শুরু করেন। উইচ্যাটে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এমন কথা।
বিবিসি জানায়, যুক্তরাজ্য চীনের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য দুইজনকে অভিযুক্ত করার কয়েকসপ্তাহ পর চীন এই পাল্টা অভিযোগ করল। ওই দুইজনের বিরুদ্ধে বিদেশি রাষ্ট্রকে নিবন্ধ, নথি, চিরকুট কিংবা তথ্য দেওয়ার অভিযোগ আছে। চীন এই অভিযোগকে ‘বিদ্বেষপূর্ণ কুৎসা’ আখ্যা দিয়েছে।
ওদিকে, ওয়াং এবং ঝু এর গুপ্তচরবৃত্তির ঘটনাটি কীভাবে ধরা পড়ল তা জানায়নি চীন। তারা কেবল বলেছে, পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর বিষয়টি সামনে এসেছে। ঘটনাটি নিয়ে এখনও তদন্ত চলছে। চীনা ওই দম্পতিকে অভিযুক্ত করা হবে কিনা সে বিষয়েও চীনা কর্মকর্তারা কিছু জানননি।