পণ্যবাহী জাহাজগুলোকে ইসরায়েল অভিমুখে যাওয়া এড়িয়ে চলতে বলেছেন ইয়েমেনের হুতিদের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান।
Published : 13 Dec 2023, 09:29 PM
লোহিত সাগরে কয়েক সপ্তাহ ধরে মাঝে মধ্যেই বাণিজ্যিক জাহাজে হামলার পর এবার ইসরায়েল অভিমুখী সব পণ্যবাহী জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী।
ইয়েমেনের হুতিদের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলি আল-হুতি হুমকি দিয়ে বলেছেন, পণ্যবাহী জাহাজগুলোকে ইসরায়েল অভিমুখে যাওয়া এড়িয়ে চলতে হবে, নতুবা জাহাজগুলো হামলার মুখে পড়বে।
তাছাড়া, কোনও জাহাজ ইয়েমেনের কাছ দিয়ে যাওয়ার সময় রেডিও চালু রাখতে হবে, যাতে তারা দ্রুতই হুতিদের যোগাযোগের চেষ্টায় সাড়া দিতে পারে। একইসঙ্গে মিথ্যা পরিচয় দিয়ে বা অন্য দেশের পতাকা উড়িয়ে জাহাজ চলাচলের বিষয়েও হুঁশিয়ার করে দিয়েছেন আলি আল হুতি।
দ্য গার্ডিয়ান পত্রিকা জানায়, গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলার শিকার ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হুতিরা ইয়েমেনের পশ্চিমাঞ্চলের সাগরপথে তাদের নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে হোদেইদা বন্দরের মতো বিভিন্ন বন্দরে জাহাজের ওপর হামলা জোরদার করছে। কোনও জাহাজ ইসরায়েলের বলে মনে হলেই তাতে হামলা চালাচ্ছে তারা।
গত শনিবার হুতি গোষ্ঠীর মুখপাত্র এক বিবৃতিতে বলেছে,তারা ইসরায়েল অভিমুখী সব জাহাজে হামলা চালাবে,তা তাদের জাতীয়তা যাই হোক না কেন। ইসরায়েলি বন্দরগুলোতে কোনরকম কর্মকাণ্ড পরিচালনা এড়াতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিকেও সতর্ক করেছেন তিনি।
গাজায় প্রয়োজনীয় খাবার এবং ঔষধ না পৌঁছলে লোহিত সাগরে ইসরায়েলের বন্দর অভিমুখী সব জাহাজ হুতিদের সশস্ত্র বাহিনীর হামলা নিশানা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
মঙ্গলবার লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগ রক্ষাকারী বাব আল মানদাব প্রণালীর কাছে নরওয়ের একটি ট্যাংকারে হমলা চালায় হুতিরা।
হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি বলেছিল, গাজায় ইসরায়েলের বোমা হামলার প্রতিবাদে তারা স্ট্রিন্ডা নামের ওই বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এই হামলার পর ইসরায়েল জানিয়েছে,তারা তাদের সবচেয়ে অত্যাধুনিক একটি যুদ্ধজাহাজ লোহিত সাগরে পাঠিয়েছে।
হুতিদের হামলা থেকে জাহাজ চলাচল পথ সুরক্ষিত রাখতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু হুতিরা ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাহাজেও হামলার হুমকি দিয়েছে।
গত রোববার হুতি গোষ্ঠীর তথ্যমন্ত্রী দাইফুল্লাহ আল-শামি বলেছেন, হুতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চললে ওই অঞ্চলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর বিভিন্ন নিশানায় হামলা চালাবে হুতি বাহিনী।