সাধারণ ক্ষমা: ৯৬৫২ জন বন্দিকে মুক্তি দেবে মিয়ানমার

দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে বন্দিদের মুক্তির অপেক্ষায় বহু মানুষ জড়ো হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2024, 08:15 AM
Updated : 4 Jan 2024, 08:15 AM

মিয়ানমারের সামরিক সরকার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাধারণ ক্ষমার আওতায় ১১৪ জন বিদেশিসহ ৯৬৫২ জন বন্দিকে মুক্তি দেবে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ খবর জানিয়েছে।

মিয়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিজুড়ে অশান্তি বিরাজ করছে। এক দশকব্যাপী গণতান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা উল্টে দেওয়ার পর সামরিক জান্তা প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে প্রতিবাদ দমন করে।    

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে এক সংক্ষিপ্ত ঘোষণায় জান্তা বলেছে, “অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে ও মানবিক বিবেচনায় ১১৪ জন বিদেশি বন্দিকেও ক্ষমা করা হবে। এরপর তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে।”

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে বন্দিদের মুক্তির অপেক্ষায় বহু মানুষ জড়ো হয়েছেন। 

তবে এখনো যারা বন্দি আছেন তাদের মধ্যে দেশটির সাবেক নেত্রী ও শান্তিতে নোবেল পুরস্কার জয়ী অং সান সু চিও আছেন। উত্তেজনা ছড়ানো, নির্বাচনে কারচুপি থেকে শুরু করে দুর্নীতির মতো বিভিন্ন অপরাধের দায়ে তার ২৭ বছর কারাদণ্ড হয়েছে। সু চি সব অভিযোগ অস্বীকার করে তার দণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন।

স্বাধীন আদালত সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই তাকে সাজা দিয়েছে বলে দাবি মিয়ানমারের সামরিক বাহিনীর।

মিয়ানমারের স্বাধীনতা দিবসে উপলক্ষ্যে সাধারণত কিছু কারাবন্দিকে মুক্তি দেয় দেশটির কর্তৃপক্ষ।