নগরীর উত্তরাংশের এ ঘটনায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক বলে পুলিশ জানিয়েছে।
Published : 18 Jul 2024, 01:19 PM
ফ্রান্সের রাজধানী প্যারিসে চলন্ত একটি গাড়ি এক ক্যাফের সামনের অংশে উঠে গিয়ে আঘাত হানার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও আরও ছয়জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় নগরীর উত্তরাংশের ২০তম প্রশাসনিক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক বলে পুলিশ জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। গাড়িটিতে এক যাত্রী ছিলেন। তিনি অ্যালকোহল ও মাদকের নেশার ঘোরে আচ্ছন্ন ছিলেন, পরীক্ষায় এমনটি দেখা গেছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
এই যাত্রী আঘাত পাননি এবং তিনি অক্ষত আছেন।
আগামী ২৬ জুলাই প্যারিস অলিম্পিক শুরুর আগে ফ্রান্স এখন উচ্চ সতর্কাবস্থায় আছে। এর মধ্যেই এ ঘটনাটি ঘটল।