লস অ্যাঞ্জেলেসে বন্দুক হামলায় নিহত ১০

চীনা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত ‘মন্টেরি পার্ক লুনার নিউ ইয়ার ফেস্টিভ্যালে’ অংশ নিতে হাজার হাজার মানুষ এদিন মন্টেরি পার্ক নগরীতে জড়ো হয়েছিলেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2023, 11:55 AM
Updated : 22 Jan 2023, 11:55 AM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ‘বলরুম’ নাচের আসরে বন্দুক হামলায় ১০ জন নিহত এবং আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১০টার পর হামলার ওই ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় পুলিশ এবং গোয়েন্দা বিভাগ বিষয়টি তদন্ত করে দেখছে। সেখান থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত আরো ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক।

‘‘এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো তথ্য নেই।”

একজন পুরুষ এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। কেন তিনি এ হামলা চালিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হামলার পর সন্দেহভাজন ওই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাকে খুঁজে বলেও রোববার ভোরে শেরিফের কার্যালয় থেকে জানানো হয়।

চীনা নববর্ষ (লুনার নিউ ইয়ার) উপলক্ষ্যে আয়োজিত ‘মন্টেরি পার্ক লুনার নিউ ইয়ার ফেস্টিভ্যালে’ অংশ নিতে এদিন হাজার হাজার মানুষ মন্টেরি পার্ক নগরীতে জড়ো হয়েছিলেন।

হামলার পর ঘটনাস্থলের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, জরুরি বিভাগের কর্মীরা আহত

ব্যক্তিদের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সে তুলছেন।

পুলিশ ঘটনাস্থল এবং আশেপাশের রাস্তা ঘিরে ফেলেছে। যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

যেখানে হামলার ঘটনা ঘটেছে তার পাশেই একটি রেস্তোরাঁর মালিক লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, হামলার পর যারা তার রেস্তোরাঁয় আশ্রয় নিতে এসেছিল তারা বলেছেন, ‘এক ব্যক্তি মেশিনগান হাতে তাদের উপর

হামলা চালিয়েছেন’।