এশিয়াতে এমপক্স ভাইরাসের ভয়াবহ নতুন ধরনের সংক্রমণ ধরা পড়া এটিই প্রথম। আর আফ্রিকা মহাদেশের বাইরে এ ধরণ শনাক্ত হওয়ার দ্বিতীয় ঘটনা এটি।
Published : 22 Aug 2024, 10:33 PM
আফ্রিকা থেকে ব্যাংককে যাওয়া এক ব্যক্তির দেহে মাঙ্কিপক্স বা এমপক্সের নতুন প্রাণঘাতী ধরণের সংক্রমণ শণাক্ত হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছে থাইল্যান্ড।
এশিয়াতে এমপক্স ভাইরাসের ভয়াবহ এই নতুন ধরনের সংক্রমণ ধরা পড়া এটিই প্রথম। আর আফ্রিকা মহাদেশের বাইরে এ ধরণ শনাক্ত হওয়ার দ্বিতীয় ঘটনা এটি।
থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে, আক্রান্ত ব্যক্তি ৬৬ বছর বয়সী এক ইউরোপীয় নাগরিক। তিনি গত ১৪ অগাস্ট আফ্রিকার একটি দেশ থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছান।
পরদিন তার দেহে এমপক্সের লক্ষণ দেখা দিলে তাকে দ্রুতই হাসপাতালে পাঠানো হয়। তিনি এমপক্সের কোন ধরণে আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা চলছিল।
এসব পরীক্ষার পরই নিশ্চিত হয়েছে যে, তিনি এমপক্সের নতুন ধরণ ‘ক্লেইড ওয়ান বি’ তে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন দেশে সম্প্রতি এই ধরনটি ছড়াচ্ছে।
এক সপ্তাহ আগে ক্লেইড ওয়ান বি আফ্রিকা মহাদেশের বাইরে প্রথম সুইডেনে একজনের দেহে শনাক্ত হয়। সেই ব্যক্তিও সম্প্রতি আফ্রিকার কোনও দেশ থেকে সুইডেনে গিয়েছিলেন বলে জানায় দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
এবার এশিয়ার দেশ থাইল্যান্ডে প্রথম এমপক্সের ক্লেইড ওয়ান বি ধরনের সংক্রমণ ধরা পড়ল বলে জানিয়েছে বিবিসি।
এমপক্স ঘনিষ্ঠ সংস্পর্শ যেমন- যৌন সম্পর্ক, গায়ে গা লাগা ও অন্যজনের খুব কাছে গিয়ে কথা বলা বা নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে ছড়ায়। তবে বাতাসের মাধ্যমে ছড়ায়-এমন কোনো প্রমাণ মেলেনি।
এই রোগের প্রাথমিক উপসর্গ হচ্ছে জ্বর, মাথাব্যথা, গাঁট ও মাংসপেশিতে ব্যথা এবং দেহে অবসাদ। জ্বর শুরু হওয়ার পর দেহে গুটি দেখা দেয়। এসব গুটি শুরুতে দেখা দেয় মুখে। পরে তা ছড়িয়ে পড়ে হাত এবং পায়ের পাতাসহ দেহের সব জায়গায়।
বর্তমানে ভাইরাসটি খুব দ্রুত ছড়াতে থাকায় বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছে।