ভূমিকম্পটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার এবং ভারতের রাজধানী দিল্লি ও উত্তরাঞ্চলে অনুভূত হয়েছে।
Published : 19 Apr 2025, 09:07 PM
আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে।
জিএফজেডের তথ্য অনুযায়ী, শনিবারের এই ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ৯২ কিলোমিটার গভীরে।
বার্তা সংস্থা আনাদৌলুর খবরে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি আফগানিস্তানের তাজিকিস্তান সীমান্তের কাছে। কাবুলের স্থানীয় সময় সকাল ১১টার একটু পরে ভূমিকম্পটি হয়।
ভূমিকম্পটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার, আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তানেও অনুভূত হয়েছে বলে এআরওয়াই নিউজ জানিয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের জম্মু, শ্রীনগর, পাঞ্জাব এবং রাজধানী দিল্লি অঞ্চলেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
তবে এ ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর হয়নি।