দক্ষিণ চীন সাগরমুখি একটি দীর্ঘ উপকূল থাকায় ভিয়েতনামকে প্রায়ই ঝড়ঝঞ্ঝার মোকাবেলা করতে হয়।
Published : 17 Sep 2024, 09:37 PM
টাইফুন ইয়াগির প্রভাবে প্রবল ঝড়বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ২৯০ জনেরও বেশি মানুষের মৃত্যুর পর ভিয়েতনাম আরেকটি ঝড় মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে। নতুন ঝড়টির প্রভাবেও দেশটিতে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, একটি ক্রান্তীয় নিম্নচাপ শক্তি সংগ্রহ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়ে পরিণত হচ্ছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এটি মধ্যাঞ্চলের উপকূলীয় এলাকার দিকে এগিয়ে আসছে। এ কারণে উপকূলীয় প্রদেশগুলোকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ঝড়টির কারণে ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়, “নিম্নচাপটি জটিল প্রক্রিয়ায় বিকশিত হচ্ছে, এর গতিপথ, গতি ও শক্তি পরিবর্তনের সম্ভাবনা আছে।”
রয়টার্স জানিয়েছে, দক্ষিণ চীন সাগরমুখি একটি দীর্ঘ উপকূল থাকায় ভিয়েতনামকে প্রায়ই ঝড়ঝঞ্ঝার মোকাবেলা করতে হয়। এসব ঝড়ে প্রায়ই দেশটিতে বহু হতাহতের ঘটনা ঘটে। পাশাপাশি সম্পত্তি ও শিল্প উৎপাদনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ভিয়েতনাম মাত্রই টাইফুন ইয়াগির প্রভাব কাটিয়ে উঠতে শুরু করেছে। এটি চলতি বছর এশিয়ায় তাণ্ডব চালানো সবচেয়ে শক্তিশালী টাইফুন। ১০ দিন আগে এটি দেশটির উত্তরাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে উঠে এসেছিল।
মঙ্গলবার দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা জানায়, এই টাইফুনের কারণে সৃষ্ট ঝড়বৃষ্টিতে ব্যাপক বন্যা ও ভূমিধসে মোট ২৯১ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আরও ৩৮ জন নিখোঁজ ও প্রায় ২০০০ জন আহত হয়েছেন।
উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে শিল্প উৎপাদন বন্ধ রাখা হয়েছে। দুই লাখ ৩৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তিন লাখ হেক্টরের বেশি জমির ধান ও অর্থকরী ফসল তলিয়ে গেছে।
দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, নতুন ঝড়টি বৃহস্পতিবার অথবা শুক্রবারের প্রথমদিকে মধ্যাঞ্চলীয় শহর ডানাংয়ের কাছাকাছি চলে আসতে পারে।
ডানাং ও প্রতিবেশী কোয়াং নাম প্রদেশের কর্তৃপক্ষ সাগরে থাকা জাহাজগুলোকে এগোতে থাকা নিম্নচাপটির বিষয়ে সতর্ক করেছে। পাশাপাশি নগর ও প্রদেশটি তল্লাশি ও উদ্ধার পরিকল্পনা প্রস্তুত করে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়েছে বলে দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে।